Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

অপেক্ষা বাড়ল ২৫ বছরে ৩০ দলে খেলা রশিদের

অনুশীলনে রশিদ খান। তবে ম্যাচ ফিট হননি এখনও।
অনুশীলনে রশিদ খান। তবে ম্যাচ ফিট হননি এখনও।
[publishpress_authors_box]

বয়স মাত্র ২৫ বছর। এত অল্প বয়সেই ৩০টি দলের হয়ে খেলে ফেলেছেন রশিদ খান! ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে চাহিদার জন্যই এত বেশি দলে খেলতে পেরেছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।

ওয়ানডে বিশ্বকাপের পর থেকে অবশ্য চোটের জন্য খেলার বাইরে রশিদ। ফেরার কথা ছিল ভারতের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে। তবে আজ অধিনায়ক ইব্রাহিম জাদরান নিশ্চিত করলেন এই সিরিজে খেলা হবে না তার।

সংবাদ সম্মেলনে রশিদের ফেরার অপেক্ষা বাড়া নিয়ে জাদরান জানালেন, ‘‘সে মোটেও ফিট নয়, তারপরও এসেছে দলের সঙ্গে। আশা করছি দ্রুত ফিট হয়ে ফিরবে রশিদ। ডাক্তারের সঙ্গে নিজের রিহ্যাব করছে, এই সিরিজে ওকে মিস করব আমরা।’’

বিশ্বকাপের পর পিঠে অস্ত্রোপচার করিয়েছেন রশিদ খান। এজন্য খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ আর দক্ষিণ আফ্রিকার এসএ২০ টুর্নামেন্টে। ছিলেন না আরব আমিরাতের বিপক্ষে ২-১’এ জেতা টি-টোয়েন্টি সিরিজেও।

রশিদ না থাকায় বাড়তি দায়িত্ব এখন মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, নুর আহমেদ, কাইস আহমেদের মত স্পিনারদের। রশিদের জায়গায় আরব আমিরাতে খেলে সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন কাইস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত