Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

অভিষিক্ত তানজিদকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

তানজিদকে টি-টোয়েন্টি অভিষেক ক্যাপ পরিয়ে দিচ্ছেন মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত
তানজিদকে টি-টোয়েন্টি অভিষেক ক্যাপ পরিয়ে দিচ্ছেন মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। টি-টোয়েন্টিতে দেশের ৯০ তম ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন এই ওপেনার।

বৃষ্টির ভয় নিয়ে শুরু হচ্ছে ম্যাচ। সকাল থেকে চট্টগ্রামে রৌদ্রজ্জল আবহাওয়া থাকলেও ম্যাচের টস হওয়ার ঠিক আগে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। স্টেডিয়ামের অদূরে সাগরপাড় থেকে জোড় হাওয়াও বইছিল। রাত ৮টার দিকে বৃষ্টির পূর্বাভাসও আছে।

আবহাওয়ার কারণেই টস জিতে বোলিং নিয়েছেন শান্ত। দলে স্পেশালিস্ট দুই পেসারের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ২০২২ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছেন তিনি। দুই পাওয়ার হিটার রিশাদ ও জাকের আছেন।

অভিষিক্ত তানজিদ ক্যারিয়ারে ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন। এতে একটি সেঞ্চুরির পাশাপাশি চারটি ফিফটিতে ৮২১ রান আছে তামিমের।

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।   

জিম্বাবুয়ে : সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড গারাভা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত