উড়তে থাকা স্পেনকে থামানো কঠিন ছিল জাপানের জন্য। ইউরো জয়ীদের যুব দলকে থামাতেও পারেনি ব্লু সামুরাইরা। অলিম্পিক কোয়ার্টার ফাইনালে এশিয়ান প্রতিপক্ষদের ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে স্পেন।
এদিকে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার অলিম্পিক সেমিফাইনালে পা রাখল মরক্কো। ৫ আগস্ট মার্শেইতে মুখোমুখি হবে দুই দল।
১৯৯২ অলিম্পিকের স্বর্ণ জয়ী ও তিনবারের রৌপ্য জয়ী স্পেন ফেভারিটের মতোই এগিয়ে চলেছে। ইউরো জয়ের আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে স্প্যানিশ তরুণদের মাঝেও। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে ম্যাচের মাত্র ১১ মিনিটে গোল করেন ফারমিন লোপেজ। ৭৩ মিনিটে আরও একটি জোড়ালো শটে নিজের দ্বিতীয় গোল পান এই তরুণ। দুই গোলের পর ৮৩ মিনিটে গোল করে জাপানের ম্যাচে ফেরান ক্ষীণ সম্ভাবনাও শেষ করে দেন আবেল রুইজ।
এর আগে ম্যাচের শেষদিকে আক্রমণের রেশ ছড়িয়ে যুক্তরাষ্ট্রকে কোনঠাসা করে ফেলে মরক্কো। দিন শেষে সেই সুফলও পেয়েছে তারা। ম্যাচের ২৯ মিনিটে রাহিমির পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় আফ্রিকানরা। এই গোলে আসরে সর্বোচ্চ পাঁচটি স্কোর হয়ে যায় এ ফরোয়ার্ডের।
এক গোলে পিছিয়ে পড়লেও লড়াই করছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের শেষদিকে মরক্কোর আক্রমণ আর সামলাতে পারেনি তারা। ২৭ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে যুক্তরাষ্ট্রকে লজ্জার হার উপহার দেয় মরক্কো। ৬৩ মিনিটে আকোমাচ, ৭০ মিনিটে আচরাফ হাকিমি ও ইনজুরি সময়ের প্রথম মিনিটে আবারও পেনাল্টি পেয়ে মরক্কোর হয়ে গোল করেন মাউহুব।