Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

অস্ট্রেলিয়ায় রানার্সআপ এইচপি দল

Capture
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

একদিনেই ফাইনালে ওঠা ও হারের স্বাদ নিতে হলো বাংলাদেশ এইচপি দলকে। সকালে সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠার আনন্দ আর রাতে ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে শেষ হলো এইচপির অস্ট্রেলিয়া সফর। রোববার ৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরেছেন আকবর আলিরা।

নর্দার্ন টেরিটোরি ক্রিকেটের অদ্ভুত সূচির কারণে একই দিনে দুই ম্যাচ খেলতে হয়েছে এইচপিকে। রোববার সেমিফাইনালে স্বাগতিক দলকে ২১ রানে হারিয়ে ফাইনালে ওঠে তারা। ফাইনালে বিগ ব্যাশের দল অ্যাডিলেডের সঙ্গে আর পেরে ওঠেনি।

ফাইনালে অ্যাডিলেড আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৯ রান তোলে। টস ও’কনেল ও রায়ান কিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পুঁজি পেয়ে যায় তারা। ও’কনেল ৩৩ বলে ৫৩ রান করেন। রায়ান ১৯ বলে করেন ৩৫। এছাড়া লিয়াম স্কট মাত্র ১৮ বলে ৩০ ও স্যাম রাইলি ১৩ বলে ২০ রান করেন।

জবাবে অ্যাডিলেড বোলারদের একের পর এক স্লোয়ার ডিলেভারির সঙ্গে পেরে ওঠেনি এইচপির ব্যাটাররা। তানজিদ হাসান তামিমের ২৯ বলে ৩৫ ও মাহফুজুর রহমান রাব্বির ১৯ বলে ২১ রান ছাড়া বলার মতো স্কোর ছিল না কারও।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত