ইংল্যান্ডকে বিদায় করতে ‘কারসাজি’ করবে অস্ট্রেলিয়া- এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল জশ হ্যাজেলউডের কথায়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে প্যাট কামিন্স জানান, নিজেদের সর্বোচ্চটা দিয়েই স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। এই দুই পেসারের কেউই ছিলেন না স্কটল্যান্ড ম্যাচে। তবে অস্ট্রেলিয়ার জয় পেতে সমস্যা হয়নি। তাদের জয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের।
রবিবার (১৬ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল স্কটিশরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২ বল আগে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
মিচেল মার্শদের সুপার এইট আগেই নিশ্চিত হয়েছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ভাগ্য ঝুলছিল সুতোয়। আগের ম্যাচে নামিবিয়াকে হারিয়ে নিজেদের কাজ সেরে রেখেছিল ইংল্যান্ড। ৪ খেলায় ৫ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে বসেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তখন ৩ খেলায় স্কটল্যান্ডের পয়েন্ট ছিল ৫।
ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় কিংবা ম্যাচ পরিত্যক্ত হওয়া দরকার ছিল স্কটল্যান্ডের। তাহলেই কেবল সুপার এইটে যাওয়া সম্ভব তাদের। চমৎকার ব্যাটিংয়ে সেই সম্ভাবনা জাগিয়েছিল ইউরোপিয়ান দলটি। কিন্তু মার্কাস স্টোইনিস ও ট্রাভিস হেডের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়া।
কামিন্স ও হ্যাজেলউড না থাকায় অস্ট্রেলিয়ার বোলিংয়ে শক্তি অনেকটাই কমে যায়। স্কটল্যান্ডের ব্যাটাররা তাদের অনুপস্থিতির পূর্ণ ফায়দা নিয়েছেন। ওপেনার মাইকেল জোন্স (২) দ্রুত ফিরলেও আরেক ওপেনার জর্জ মানসি ও ব্রেন্ডন ম্যাকমালেনের চমৎকার ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় স্কটল্যান্ড।
মানসি ২৩ বলে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৩৫ রানের ইনিংস। ম্যাকমালেন ছিলেন আরও ভয়ঙ্কর। ৩৪ বলে ২ চার ও ৬ ছক্কায় খেলেন ৬০ রানের ঝড়ো ইনিংস। এরপর অধিনায়ক রিচি বেরিংটনের ব্যাট থেকে আসে ৩১ বলে ৪২ রান।
গ্লেন ম্যাক্সওয়েল ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন অ্যাশটন অ্যাগার, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়ায় স্কটল্যান্ড। ২ রানে অস্ট্রেলিয়া হারায় ডেভিড ওয়ার্নারের (১) উইকেট। অধিনায়ক মিচেল মার্শ ফেরেন ৮ রান করে। ফর্মহীনতায় ভোগা ম্যাক্সওয়েল থামেন ১১ রানে। তাতে ৬০ রান তুলতে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
ওই জায়গা থেকে লড়াই শুরু হেড ও স্টোইনিসের। দেখেশুনে খেলে চাপ কাটানোর চেষ্টা করেন শুরুতে। এরপর আগ্রাসী ব্যাটিংয়ে তৈরি করে জয়ের পথ। চতুর্থ উইকেটে তারা ৪৪ বলে গড়েন ৮০ রানের জুটি। হেড ৪৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলেন সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার জেতা স্টোইনিস ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় খেলে যান ৫৯ রানের ইনিংস।
এরপর জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন টিম ডেভিড ও ম্যাথু ওয়েড। ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করা ডেভিড ১৪ বলে অপরাজিত থাকেন ২৪ রানে। অন্যদিকে ওয়েড অপরাজিত ছিলেন ৪ রানে।
স্কটল্যান্ডের মার্ক ওয়াট ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট। তার সমান ২ উইকেট পেয়েছেন সাফয়ান শরিফ।