ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শিমরন হেটমায়ার রীতিমতো বিধ্বংসী। অথচ জাতীয় দলে মেলে ধরতে পারেননি নিজেকে। টি-টোয়েন্টিতে ৪৮ ইনিংসে তার স্ট্রাইক রেট ১১৮.২১। ওয়ানডেতে ৫ সেঞ্চুরি করলেও গড় ৩২.২৩।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে হেটমায়ারের তিনটি ওয়ানডে ইনিংস ৩২, ০ ও ১২। টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে স্কোর ১ ও ২ রান। এই ব্যর্থতায় প্রতিভাবান এই ব্যাটার বাদ পড়লেন ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না চাওয়া জেসন হোল্ডার ও কাইল মায়ার্স আছেন টি-টোয়েন্টি দলে। এই দুজন ওয়ানডে দলে নেই। আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি পাওয়া ব্রেন্ডন কিং ও শেরফানে রাদারফোর্ডও আছেন শুধু টি-টোয়েন্টি দলে।
ওয়ানডে দল
শাই হোপ (অধিনায়ক), কিয়র্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশেন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, আলজারি জোসেফ, আলিক আথানাজে, টেডি বিশপ, কিচি কার্টি, রোস্টন চেস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, কাভেম হজ ও গুড়াকেশ মোতি।
টি-টোয়েন্টি দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশেন থমাস, শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেস, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ব্রান্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি ও নিকোলাস পুরান।