Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ এইচপি

Capture
[publishpress_authors_box]

১৪ আগস্ট অস্ট্রেলিয়ান বিগ ব্যাশেস দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে বিনা লড়াইয়ে হেরেছিল বাংলাদেশ এইচপি দল। ৮ উইকেটে ওই হারে ৯ দলের পয়েন্ট তালিকার আটে চলে যায় এইচপি।

ওই অবস্থান থেকে লড়াই দিয়ে ফাইনালে উঠেছে আকবর আলির দল। আজ সেই অ্যালেডের বিপক্ষেই টপ এন্ড সিরিজের ফাইনালে খেলবে বাংলাদেশ।

অদ্ভুত সূচিতে একই দিনে সেমিফাইনাল ও ফাইনাল রেখেছে আয়োজকরা। তাই রোববার সকালে সেমিফাইনালে নর্দার্ন টেরিটোরির মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে ২১ রানে জিতে শিরোপা নির্ধারণীতে পা রাখে সফরকারীরা।

সেমিফাইনালে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৮ রান তোলে আকবার আলিরা। জবাবে নর্দার্ন টেরিটোরি ৯ উইকেটে ১১৭ রানেই আটকে যায়।

এইচপির হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৪১ করে অপরাজিত ছিলেন শামীম হোসেন। মাহফুজুর রহমান রাব্বি করেন ২১ রান। একাদশে ফেরা আফিফ করেন ২২ রান। জবাবে নর্দার্ন টেরিটোরি ডি’আর্চি শর্ট ১৫, জ্যাক ওয়াদারেল্ড ৩৪ ছাড়া আর কোন ব্যাটার বড় রান পাননি।

দারুল ধারাবাহিক রিপন মন্ডল আরও একবার গতির ঝড় তুলে নিয়েছেন ৩ উইকেটে। এছাড়া রাকিবুল হাসান ২ উইকেট নেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত