দুর্দান্ত ২০২৩ কাটিয়ে এই সম্ভাবনা তৈরি করেছিলেন মারুফা আক্তার। আজ সেই ঘোষণা এল। আইসিসির বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছে তার। এবার অপেক্ষা চূড়ান্ত পুরস্কারের।
গত বছর ফেব্রুয়ারিতে হওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথম নজর কাড়েন মারুফা। এর আগে হাতে গোনা কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল তার। ওই আসরেই শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই শিকারসহ ২৩ রানে ৩ উইকেট নেন মারুফা।
এক পারফরম্যান্সের বিশ্বের নজর কাড়েন এই পেসার। এরপর বছরের শেষদিকে ভারত, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আবার আলোড়ন তোলেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের দিনে ৪ উইকেট নিয়েছেন মারুফা।
উদীয়মান নারী ক্রিকেটার ক্যাটাগরিতে মারুফার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ফোব লিচফিল্ড, ইংল্যান্ডের লরা বেল ও স্কটল্যান্ডের ডারসি কার্টার।
এর আগে বাংলাদেশি হিসেবে একমাত্র মোস্তাফিজুর রহমান ২০১৬ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার হয়েছিলেন।