বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দেয় আইসিসি। এই প্রস্তুতি ম্যাচগুলো কখনও একাধিক বা এক ম্যাচের হয়। বাংলাদেশ এবার দুই ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। তার প্রথমটি ডালাসে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের জন্য প্রতিপক্ষ খুব চেনা। এই যুক্তরাষ্ট্রের সঙ্গেই মাত্র তিনদিন আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন নাজমুল হোসেন শান্তরা। আজকের ম্যাচে বিপক্ষ চেনা হলেও কন্ডিশন ভিন্ন। ম্যাচটি হবে ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে। তিন ম্যাচের সিরিজ হয়েছিল হিউস্টনের প্রেইরি ভিউ স্টেডিয়ামে।
কন্ডিশন ভিন্ন বলেই বাংলাদেশ ভালো প্রস্তুতির স্বপ্ন দেখছে। আইসিসি টুর্নামেন্টের ভেতরে ঢুকে গেছে বলে এখন আর ইচ্ছে মতো উইকেট বানানোর সুযোগ নেই কারও। তাই স্পোর্টিং উইকেটেই আজ খেলতে হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে। তাছাড়া ডালাসের এই মাঠের পিচ ব্যাটিং সহায়ক বলেও সুনাম আছে। এ মাঠের প্রস্তুতি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে নেপালের বিপক্ষে ৭ ১৮৩ রান করে ৬৩ রানে জিতেছে কানাডা।
তাই প্রস্তুতি ম্যাচ সামনে রেখে বাংলাদেল দলের ব্যাটারদের ব্যাটিং অনুশীলন হয়েছে দারুণ। সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা নেটে লম্বা সময় ব্যাট করেছেন। নির্ধারিত সময়ের বাইরে গিয়েও নেটে ব্যাট করেছেন তারা। নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছেন বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে।
ব্যাটিংয়ে অবশ্য বড় শটের আধিক্য ছিল কম। মাঝ ব্যাটে বল ফেস করার চেষ্টা ছিল লিটন-শান্তর। সম্প্রতি নিজেদের বাজে ফর্মের কারণেই এমন সাবধানী তারা। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ ম্যাচে ১০ উইকেটের রেকর্ড গড়া জয়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। আজ একই প্রতিপক্ষকে আরেকবার হারিয়ে শক্তি-সামর্থ্যের প্রমাণ দেয়ার পাশাপাশি বিশ্বকাপ প্রস্তুতির ভালো শুরুও করতে চাইবে বাংলাদেশ।
আরেকটি কারণে এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ নাজমুল শান্তদের কাছে। আগামী ৮ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ডালাসের এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ তাদের। ওই ম্যাচে চোখ রেখে মাঠের সঙ্গে ভালোভাবে পরিচিত হয়ে নিতে হবে।
আজকের পর ১ জুন নিউ ইয়র্কে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের।