Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

১৪ জনের দল ঘোষণা বাংলাদেশের

bd-football-2
[publishpress_authors_box]

সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবল সূচিতে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ। দুটোই ভুটানের বিপক্ষে। প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে নেই। কিন্তু সব খেলোয়াড়কেও আবার পাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা। তাই হাতে থাকা ১৪ খেলোয়াড় নিয়েই ক্যাম্প শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ।

বসুন্ধরা কিংসে খেলেন জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়। এই ক্লাবটির এখন প্রাক-মৌসুম প্রস্তুতি চলছে। ফলে কিংসের খেলোয়াড়দের আপাতত পাচ্ছেন না কাররেরা। ওদিকে নেপালে চলমান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও রয়েছেন কয়েকজন খেলোয়াড়। তাদের ছাড়াই সোমবার (২৬ আগস্ট) থেকে নেপাল ম্যাচের ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশের।

ক্যাম্পে ডাক পাওয়া ১৪ জনের মধ্যে রয়েছেন তিন গোলকিপার- মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন ও পাপ্পু হোসেন। চার ডিফেন্ডার- মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল ও শাকিল হোসেন। চার মিডফিল্ডার- জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমারি ও জায়েদ আহমেদ। দুই ফরোয়ার্ড- শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।

দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ৩০ আগস্ট ভুটানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। দেশ ছাড়ার আগেই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কাবরেরা।

শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ দলের প্রধান কোচ বলেছেন, “আপাতত ১৪ জনকে নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনা। বসুন্ধরা কিংসের প্রাক-মৌসুমের ক্যাম্প আছে, ওদিকে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কিছু খেলোয়াড় নেপালে রয়েছে। তারা ক্যাম্পে যোগ দেওয়ার পর ২৯ অগাস্ট চূড়ান্ত দল ঘোষণা করা হবে।”

১৪ জনের দল :

গোলকিপার: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন, পাপ্পু হোসেন; ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন; মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমারি জায়েদ আহমেদ; ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত