Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আবারও সাকিবের চার

সাকিব
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ব্যাট হাতে বিবর্ণ থাকার অপূর্ণতা বল হাতে পুষিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। কাউন্টিতে আবারও হেসেছেন তিনি। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট। তাতে সামারসেটের বিপক্ষে সারের হয়ে ম্যাচে ৮ উইকেট হলো সাকিবের। আর প্রথমশ্রেণীতে মোট ৩৫০ শিকার।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বল হাতে দারুণ প্রস্তুতি হলো সাকিবের। ভারতের সঙ্গে ইংল্যান্ডের কন্ডিশনে আকাশ-পাতাল পার্থক্য। তবুও এই অভিজ্ঞতাটা বেশ কাজে লাগবে বাংলাদেশ অলরাউন্ডারের।

ইংলিশ কাউন্টিতে বুধবার ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব। ২৪ বলে ১২ রান করে ইংলিশ অফস্পিনার জ্যাক লিচকে সরাসরি ক্যাচ দিয়েছেন। সাকিব না পারলেও সারের স্কোর হয়েছে দারুণ। সামারসেটের প্রথম ইনিংসে ৩১৭ রানের জবাবে রায়ান প্যাটেলের ৭০, টম কারেনের ৮৬ ও বেন গেডসের ৫০ রানে ৩২১ করে সারে।

দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ১৯৪ রান করতে ৯ উইকেট হারিয়েছে সামারসেট। হাতে ১ উইকেট নিয়ে ১৯০ রানের লিড দলটির আগের ইনিংসে শেষের দিকের উইকেট নিয়েছিলেন সাকিব। এবার সামারসেটের শুরুর ব্যাটারদের ফিরিয়েছেন।

টানা দ্বিতীয় ইনিংসে টম অ্যাবেল সাকিবের আর্ম ডিলেভারিতে পরাস্ত হন। এর আগে ষষ্ঠ ওভারেই দলকে উইকেট এনে দেন সাকিব। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে মাত্র ৩ রানে বোল্ড করেন।

ইনিংসের মাঝে জেমস রিউ ও সামারসেটের অধিনায়ক লুইস গ্রেগরিকে ফেরান সাকিব। সামারসেটের ১ উইকেট পড়া এখনও বাকি। চতুর্থ দিন সকালে বল হাতে উইকেট নিয়ে ইনিংসে ৫ শিকার পূরণ করতে পারেন সাকিব।

সারের হয়ে এই ম্যাচে ৩৪২ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন সাকিব। ৮ উইকেট নিয়ে সাড়ে তিনশো পূর্ণ করলেন। এতে ক্যারিয়ারে আন্তর্জাতিক ও এর বাইরের ক্রিকেট মিলিয়ে সাকিবের মোট শিকার ১২৪২টি। প্রথমশ্রেণীতে ৩৫০ এর পাশাপাশি লিস্ট এ তে ৪০০ ও টি-টোয়েন্টিতে ৪৯২ উইকেট নিয়েছেন সাকিব।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত