Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আহসান মনসুরকে গভর্নর করতে বয়সসীমা উঠছে

ড. আহসান এইচ মনসুর
ড. আহসান এইচ মনসুর
[publishpress_authors_box]

অর্থনীতির গবেষক ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিতে এই পদের সর্বোচ্চ বয়সসীমা ‍তুলে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর আর্টিকেল ১০ এর ৫ ধারা সংক্রান্ত বিধানটি বিলুপ্তের প্রস্তাব অনুমোদন করেন উপদেষ্টা পরিষদ।

বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৫ বছর। ২০২০ সালের ৯ জুলাই জাতীয় সংসদে পাস হওয়া বাংলাদেশ ব্যাংক (সংশোধিত) আইনে গভর্নরের বয়সসীমার বিধানটি সংশোধন করে গভর্নর পদের মেয়াদ ৬৭ বছর পর্যন্ত করা হয়।

তবে আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বয়সের এই সীমা প্রতিবন্ধকতা তৈরি করে বলে মনে করছে উপদেষ্টা পরিষদ। এ ক্ষেত্রে তারা পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলঙ্কাসহ এশিয়ার অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই—এমন উদাহরণও টানেন।

ফলে গভর্নরের বয়সসীমা তুলে দেওয়ার এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও প্রজ্ঞাপন জারি করার নির্দেশনা দেয় উপদেষ্টা পরিষদ।

জনপ্রসাশন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও সাবেক আইএমএফ কর্মকর্তা ড. আহসান এইচ মনসুরকে গভর্নর পদে নিয়োগ দেওয়ার বিষয়টি আলোচনায় আছে। তবে তার বয়স ৭২ হওয়ায় বাংলাদেশ ব্যাংক আইন ২০২০ এর সংশ্লিষ্টে ধারা বিলুপ্তির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত