Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ইউনাইটেডে টিকে গেলেন টেন হাগ

এফএ কাপের সাফল্য বাঁচিয়ে দিয়েছে এরিক টেন হাগের (ডানে) চাকরি। ছবি: টুইটার
এফএ কাপের সাফল্য বাঁচিয়ে দিয়েছে এরিক টেন হাগের (ডানে) চাকরি। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

সব ঠিকঠাক ছিল। বরখাস্তের চিঠিও হয়তো প্রস্তুত ছিল। কিন্তু কোনও এক জাদুর কাঁঠির ছোঁয়ায় সব পাল্টে গেল। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমে এই একটি ম্যাচেই বেঁচে গেলেন এরিক টেন হাগ। বিবিসি’র খবর, সামনের মৌসুমেও ইউনাইটেডের কোচ থাকছেন এই ডাচ।

মৌসুম শেষে ক্লাবের অবস্থা পর্যালোচনা করেছে ইউনাইটেড বোর্ড। এফএ কাপ ফাইনালের পর শুরু হওয়া পর্যালোচনা শেষে ম্যানচেস্টারের ক্লাবটি টেন হাগকে রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছে।

যদিও ইউরোপিয়ান মিডিয়া ছেপেছিল, টেন হাগের বরখাস্ত নিশ্চিত। এফএ কাপের ফাইনালে ফল যাই হোক, ইউনাইটেড আর তাকে কোচ হিসেবে রাখবে না। তবে বাস্তবতা হলো ভিন্ন। দুর্বার সিটির বিপক্ষে দাপুটে ফুটবলে ২-১ গোলের জয়ে শিরোপা জিতে নেয় ইউনাইটেড। আর এই ফল-ই পাল্টে দিয়েছে টেন হাগের ভাগ্য।

বিবিসি জানিয়েছে, ইউনাইটেডের নতুন মালিক স্যার জিম র‌্যাটক্লিপের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে ডাচ কোচের। মৌসুমের পর্যালোচনা শেষে তারা টেন হাগের ওপর আস্থা রেখেছে। এখন এই কোচের সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছে ম্যানচেস্টারের ক্লাবটি।

ডাচ কোচ এই মুহূর্তে পরিবারের সঙ্গে ইবিজায় ছুটি কাটাচ্ছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত