Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ইতালিকে বিদায় করে সুইজারল্যান্ডের প্রতিশোধ

freuler-jpg
[publishpress_authors_box]

সর্বশেষ ইউরোতে ইতালির কাছে হেরে টুর্নামেন্ট শেষে হয়েছিল সুইজারল্যান্ডের। পরের ইউরোতে ইতালিকে বিদায় করে মধুর প্রতিশোধ নিল তারা। শনিবার বার্লিনে শেষ ১৬-র লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোর কোয়ার্টারে পা রাখল সুইসরা।

এই ম্যাচে ভাগ্য দেবতা আর শেষ মুহূর্তের চমক উপহার দেননি ইতালিকে। তাই ক্রোয়েশিয়াকে কাঁদানোর পুনরাবৃত্তিও হয়নি সুইজারল্যান্ড ম্যাচে। উল্টো ইতালিকেই কেঁদে বিদায় নিতে হল ইউরো থেকে। দুই অর্ধের দুই গোলে জিতল সুইজারল্যান্ড। ৩৭ মিনিটে সুইসদের প্রথম গোল এনে দেন রেমো ফ্রুয়েলার। আর বিরতির পর প্রথম মিনিটেই রুবেন ভারগাস গোল করে সুইসদের লিড শক্ত করেন।

২০১৪ বিশ্বকাপ থেকে সব বড় আসরের নকআউট পর্ব নিশ্চিত করছে সুইজারল্যান্ড। মোট ৬টি। ৭ আসরের নকআউটে পা রাখা ফ্রান্সের পর সবচেয়ে সফল ইউরোপিয়ান দল তারা। ভালো রেকর্ডের পাশাপাশি ইতালির কাছেই আটকে যাওয়ার একমাত্র অতীতও আছে তাদের।

গত ইউরোতে ইতালির কাছে ৩-০ তে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ইউরো অভিযান থামে সুইজারল্যান্ডের। ইউরোতে সেবারই প্রথম এতদূর পাড়ি দেয় দলটি। ১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর টানা ১১ ম্যাচে ইতালির বিপক্ষে জয় ছিল না সুইজারল্যান্ডের। এতদিন পর জয়ের দেখা গেল আনন্দ ছড়িয়ে।

গত দুই বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ইতালিকে কাঁদাল সুইজারল্যান্ড। ২০২২ বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইয়ে এই প্রতিপক্ষের সঙ্গেই দুই ম্যাচ জিততে পারেনি ইতালি। ওই দুটি ড্র ইতালিকে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে দেয়।

এবার সুইসদের কাছে আরেক হারে ইউরো থেকে ছিটকে গেল ইতালি। শেষ আটে ইংল্যান্ড বা স্লোভাকিয়ার এক দলকে পাচ্ছে সুইজারল্যান্ড।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত