নিজেকে ‘অটো চয়েজ’ মানেন না মিরাজ
বিশ্বকাপের পর জাতীয় দলের নতুন অধিনায়ক ঘোষণা করার কথা ছিল বিসিবির। আগে থেকেই লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ আলোচনায় ছিলেন। অথচ দুজনের একজনও দায়িত্ব পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে নেতৃত্বের ব্যাটন দেওয়া হয় নাজমুল হোসেন শান্ত’র হাতে। তিনিও লম্বা সময়ের জন্য নন। বাংলাদেশ দলের ভবিষ্যৎ অধিনায়ক কে আনুষ্ঠানিকভাবে তা এখনও জানায়নি বিসিবি। […]
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে পরাজিত ঈগল প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পটলের এক সমর্থকের বাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ী ট্রাক প্রতীকের প্রার্থী রেজাউল হক চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে। খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেসাম রেজা ও পুলিশ সুপার আব্দুর রাকিবসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যান। প্রতিবেদক, সকাল সন্ধ্যা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সোমবার সকালে নৌকার প্রার্থী মহিব্বুর রহমান মহিবের ৮ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পরাজিত ঈগল প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান তালুকদারের সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ। তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভর্তি আছে কলাপাড়া হাসপাতালে। প্রতিবেদক, সকাল সন্ধ্যা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিজয় হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সন্ধ্যায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “জনগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়েছে। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রা শক্তিশালী করবে।”
৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ৪০ শতাংশ। রোববার ভোট গ্রহণ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের একথা জানান।
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত সাড়ে ৫০০ ঘর পুড়ে গেছে। শনিবার রাত পৌনে ১টার দিকে উখিয়ার পাঁচ নম্বর ক্যাম্পের তিনটি ব্লকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ভোররাতের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রতিবেদক, সকাল সন্ধ্যা
৪ ঘণ্টায় ভোট ১৮.৫%, অ্যাপ স্লো অ্যাটাকে : ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত আট বিভাগে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। ভোটের অ্যাপে ঢোকা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, “তিনটা জায়গা থেকে অ্যাটাক করে অ্যাপ স্লো করে দেওয়া হয়েছে। হ্যাক বলা যাবে না।” প্রতিবেদক, সকাল সন্ধ্যা
ভোট বর্জনের সুযোগ দেখছেন না জিএম কাদের
রবিবার সকালে রংপুর নগরীর সেনপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, “নির্বাচনে যেহেতু এসেছি, এখন নির্বাচন বর্জন করার কোনও স্কোপ নেই। ফলাফল দেখে নির্বাচনের পরে কর্মসূচি দিতে হবে।” প্রতিবেদক, সকাল সন্ধ্যা
গাজীপুরে হৃদরোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
গাজীপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. আব্দুল করিম (৬০) হৃদরোগে মারা গেছেন। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। ভোটে তার দায়িত্ব ছিল বোর্ড বাজারের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা কেন্দ্রে। প্রতিবেদক, সকাল সন্ধ্যা