Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ইমরান খানের নামে ‘ভৌতিক নিবন্ধ’ ইকোনমিস্টের

দ্য ইকোনমিস্টে ছাপানো নিবন্ধ নিজের নয় বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি
দ্য ইকোনমিস্টে ছাপানো নিবন্ধ নিজের নয় বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি
[publishpress_authors_box]

ব্রিটিশ পত্রিকা দ্য ইকোনমিস্ট সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে একটি নিবন্ধ ছাপিয়েছে। পত্রিকাটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অন্তত ৭ বার নিবন্ধটি পোস্ট করা হয়েছে, সেসব পোস্ট দেখা হয়েছে আড়াই কোটির বেশি বার।

তবে ইমরান খান গতকাল সোমবার দাবি করেছেন, ৪ জানুয়ারি দ্য ইকোনমিস্টে প্রকাশিত নিবন্ধটি তিনি লেখেননি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সেটি লেখানো হয়েছে। 

গত বছরের ৫ আগস্ট থেকে কারাবন্দি পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার নামে আরও মামলা আছে।

ইমরান খানকে প্রথমে পাঞ্জাবের কুখ্যাত অ্যাটক কারাগারে রাখা হয়। ২৬ সেপ্টেম্বর তাকে প্রদেশের আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। এই কারাগারে চলছে সাবেক প্রধানমন্ত্রীর বিচার কাজ।   

ইমরানের বিচার কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে গতকাল আদিয়ালা কারাগারে উপস্থিত ছিলেন সাংবাদিকরা। একপর্যায়ে সাংবাদিকদের ইমরান খান জানান, দ্য ইকোনমিস্টের নিবন্ধটি তার নয়। তার কিছু বক্তব্যের ওপর ভিত্তি করে এআইয়ের সাহায্যে সেটি লেখানো হয়েছে।              

ইমরান খানের নামে প্রকাশিত নিবন্ধটিতে বলা হয়েছে, ফেব্রুয়ারির ৮ তারিখে পাকিস্তানে ভোটের যে তারিখ ঘোষণা করা হয়েছে, তা সেদিন নাও হতে পারে। আর যদি হয়ও, তাহলে তা প্রহসন হবে। কারণ, তার দল পিটিআই নির্বাচনী প্রচার কাজ চালানোর মৌলিক অধিকার থেকে বঞ্চিত।                     

নিবন্ধটির বিষয়বস্তু ৭১ বছর বয়সী ইমরানের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সঙ্গে গেলেও সেটি পিটিআই প্রতিষ্ঠাতা নিজে লিখেছেন কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন পাকিস্তানের বেশ কয়েকজন পর্যবেক্ষক।            

এ বিষয়ে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গি অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানকে (এপিপি) বলেছেন, “জেলে থাকা অবস্থায় কেউ কোনো নিবন্ধ বা বই লিখতে পারবেন না, এমন কোনও নিয়ম নেই। আমাদের আপত্তির জায়গা হচ্ছে, যে নিবন্ধ নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি পিটিআই নেতার লেখা নয়।”               

তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গি জানান, আদিয়ালা কারাগার থেকে এ ধরনের কোনও লেখা কোনও সংবাদমাধ্যমের কাছে পাঠানো হয়নি। দ্য ইকোনমিস্ট সাবেক প্রধানমন্ত্রীর নামে ‘ভৌতিক নিবন্ধ’ ছাপিয়েছে।          

নিবন্ধটির উৎস নিয়ে ইমরান খানের একাধিক ঘনিষ্ঠ সূত্রের সঙ্গে কথা বলেছে ডন।

তারা জানিয়েছে, ইমরান খান বিভিন্ন সময়ে যেসব কথা বলেছেন, সেসব নিয়ে নিবন্ধটি তৈরি করা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলোও নিবন্ধে যুক্ত করা হয়।                      

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত