ইরানে ৯ পাকিস্তানি শ্রমিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সিসতান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান এলাকায় পাকিস্তান সীমান্তের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরেও বন্দুকধারীদের গুলিতে ৯ পাকিস্তানি নিহতের কথা জানানো হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটিয়ে দুই দেশই যখন সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখনই এমন ঘটনা ঘটল।
পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানের প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তার আগেই শনিবার ইরান-পাকিস্তান সীমান্ত এলাকায় ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা করা হলো।
ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসসির টিপু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, “সারাভান এলাকায় ৯ পাকিস্তানি হত্যার ভয়াবহ ঘটনায় আমি অত্যন্ত মর্মামহ। দূতাবাসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতা দিতে ইরানের প্রতি আমরা আহ্বান জানাই।”
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিন বন্দুকধারী পাকিস্তানিদের গুলি করে হত্যার পর পালিয়ে যায়। পুলিশ তাদের খুঁজছে। সারাভান এলাকার এ ঘটনায় এখনও কোনও ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।
বেলুচ মানবাধিকার সংগঠন ‘হালভাশ’ তাদের ওয়েবসাইটে জানায়, নিহত পাকিস্তানিদের সবাই ছিলেন শ্রমিক। তারা সেখানে একটি গাড়ি মেরামতের দোকানে থাকতেন এবং সেখানেই কাজ করতেন। বন্দুকধারীদের গুলিতে তিনজন আহত হয়েছে বলেও জানায় সংগঠনটি।
এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচ বলেছেন, এটি একটি ভয়াবহ ও ঘৃণ্য ঘটনা এবং আমরা দ্ব্যর্থহীনভাবে এর নিন্দা জানাই। আমরা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।”