Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান, সঙ্গে ৪ স্বতন্ত্র পরিচালক

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রাষ্ট্র ক্ষমতায় পালাবদলের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করার পদক্ষেপে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে নিয়োগ পেয়েছেন নতুন আরও চারজন স্বতন্ত্র পরিচালক।

চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। স্বতস্ত্র পরিচালক হিসাবে এই ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগে পেয়েছেন তিনি।

বাকি স্বতন্ত্র পরিচালকরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক ড. এম মাসুদ রহমান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আবদুস সালাম।

আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিংয়ে সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের জন্য এই পাঁচজনকে পরিচালক নিয়োগ দেয়।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় ব্যাংক-কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৭ এর উপ-ধারা (১) এবং ধারা ৪৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংক।

ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের দখলমুক্ত করতে বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিেলন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ বর্তমানে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকায় তাকে ওই পদ ছেড়ে ইসলামী ব্যাংকের পর্ষদে আসতে হবে।

তিনি আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাজ করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। তারপর বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসছে।

গত মঙ্গলবার ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে বাংলাদেশ ব্যাংক। তাছাড়া বুধবার স্ট্যান্ডার্ড ব্যাংকে ২১ বছর ধরে চেয়ারম্যান থাকা কাজী আকরাম উদ্দিন আহমেদ পদত্যাগ করে এবং একই ব্যাংকের পরিচালক মো. আবদুল আজিজ চেয়ারম্যান নির্বাচিত হন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত