ভারতীয় অভিনেত্রী নুর মালবিকা দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার মুম্বাইয়ের ওশিবারা এলাকায় ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে ৩১ বছর বয়স্ক এ অভিনেত্রীর পচন ধরা লাশ উদ্ধার করা হয়। তবে সোমবার পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানানো হয়।
ওশিবারার ওই ফ্ল্যাটেই অভিনেত্রী মালবিকা তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তবে তার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে পরিবারের বাকি সদস্যরা গ্রামে বসবাস করতে ফিরে যান।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রতিবেশিরা মালবিকার ফ্ল্যাটের থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানালে তারা দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
হিন্দুস্তান টাইমস বলছে, তদন্তকারীরা ধারণা করছেন নুর মালবিকা দাসের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ ৪ জুন।
পরিচিতি মূলত ভারতীয় প্রাপ্তবয়স্কদের ওটিটি প্ল্যাটফর্ম উল্লুর বিভিন্ন সিরিজে অভিনয়ের জন্য মালবিকা বিশেষ পরিচিতি পান। তিনি এ প্ল্যাটফর্মে সিসকিয়ান, ওয়াকমান, তেখি চাটনি, জঘন্য উপায়া, চরমসুখ, দেখি আন্দেখি, ব্যাকরোড হাসল ইত্যাদি সিরিজে অভিনয় করেছেন।
আর মেইনস্ট্রিম ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে কাজল ও জিশু সেনগুপ্তের আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়ালে’ ২০২৩ সালে তাকে সবশেষ অভিনয় করতে দেখা গিয়েছে। শো-বিজে আসার আগে তিনি কাতার এয়ারওয়েজের এয়ার হোস্টেজ ছিলেন।
এদিকে মালবিকার মৃত্যুর তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তারা জানায়, মৃত্যুর খবর দিয়ে যোগাযোগ করা হলেও প্রয়াত এ অভিনেত্রীর পরিবার থেকে কেউ লাশ বুঝে নেননি। ফলে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সেরেছে একটি এনজিও।
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে চিঠি লিখে তার মৃত্যুর তদন্ত দাবি করেছে।