উইকেট একটাই। সেখানে রানের মালা গাঁথল দক্ষিণ আফ্রিকা। ইনিংস ঘোষণা করল ৬ উইকেটে ৫৭৫ রানে। একই উইকেট ভোজবাজির মতো বদলে গেল বাংলাদেশের ব্যাটিংয়ের সময়। মাত্র ৪৫ মিনিট ব্যাট করেই ৪ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
তারপরও এই দলটার উপর বিশ্বাস হারাচ্ছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এই ম্যাচে এখনও যে কোনো কিছু সম্ভব জানিয়ে তিনি উদাহরণ টানলেন পাকিস্তানের বিপক্ষে টেস্টের, ‘‘দেখুন পাকিস্তানে আমরা ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিলাম। এরপরও ম্যাচ জিতেছি। বারবার এটা আপনাদের বলায় আমি দুঃখিত। তবে এটাই প্রমাণ করে, যা আমরা দেখিয়ে ওদের বলি- তোমরা ঘুরে দাঁড়াতে পারো। শুধু বিশ্বাস রাখতে হবে আর স্কিলের উন্নতি করতে হবে।’’
বাংলাদেশ বারবার মুখ থুবড়ে পড়ছে। একটা সিরিজ ভালো খেললে পরের কয়েকটা সিরিজে ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। তবে দলটা প্রতিভাবান বলে বিশ্বাস রাখতে বললেন মুশতাক। শব্দটা বললেন কয়েকবার, ‘‘‘বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস। ৪ উইকেট হারানো বড় কিছু নয়। একজন কোচ তার খেলোয়াড়দের বলবে যে কোন পরিস্থিতিতে লড়াই করতে হবে আর বিশ্বাস রাখতে হবে। ’’
টেস্টে সাফল্য পেতে হলে ধৈর্য ধরার যে বিকল্প নেই সে কথাই বললেন মুশতাক, ‘‘একদিনে কি গাছ হয়? পানি দিতে হয়, মালি হিসেবে বিশ্বাস রাখতে হয়। কোচ হিসেবে আমরাও এই বিশ্বাসটা করি। একদিনে গাছ বড় করতে পারবেন না। একদিন না একদিন, দ্রুত বা দেরি হোক, তারা ছায়াও দেবে ফলও দেবে।’
বাংলাদেশের টেস্ট ব্যর্থতা নিয়ে মুশতাক বললেন, ‘‘আমার মনে হয় না আত্মবিশ্বাসে সমস্যা আছে। হয়তো টেস্ট ক্রিকেটের প্রসেসে সমস্যা আছে। আমি বিশ্বাস করি তারা ভালো দল হয়ে উঠতে পার, যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। টি-২০ বিশ্বকাপ, পাকিস্তান সিরিজ দেখুন। প্রক্রিয়া অনুসরণ করে গেলে ভালো দল হয়ে উঠবে বাংলাদেশ।’’