Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বাংলাদেশের চাই ৩০ রান

লিটন
[publishpress_authors_box]

রাওয়ালপিন্ডি টেস্ট দু’হাত ভরে দিচ্ছে বাংলাদেশকে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অবিশ্বাস্য নিঁখুত নাজমুল হোসেন শান্তরা। তাতে পুরষ্কারও মিলছে দারুণ। টেস্টের শেষদিন প্রথম সেশনেই পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এরপর পাকিস্তানকে অলআউট করেছে ১৪৬ রানে। বাংলাদেশের সঙ্গে এটাই সবচেয়ে কম রানের স্কোর পাকিস্তানের। তাদের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বাংলাদেশের দরকার কেবল ৩০ রান।

বাংলাদেশের দেওয়া ১১৭ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১০৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান। উইকেটে অপরাজিত ২১ রান করা মোহাম্মদ রিজওয়ান ও ১ রানে শাহীন শাহ আফ্রিদি।

আগের চারদিন উইকেটে স্পিনারদের জন্য সুবিধা ছিল না মোটেও। পঞ্চম দিনে সেই চিত্র পাল্টে গেল। পিচ থেকে টার্ন পাচ্ছেন সাকিব আল হাসান। তা খুব বেশি মাত্রায় না হলেও টেস্টের শেষ দিনের পিচে ব্যাটারদের ভয় বাড়াতে যথেষ্ট ছিল।

সেই সঙ্গে রান করার চাপ পাকিস্তান ব্যাটারদের ভুল শট খেলার প্রবণতা বাড়ায়। তাতে জোড়ায় জোড়ায় উইকেট তুলে নিয়ে বিদেশের মাটিতে টেস্ট জয়ের রোমাঞ্চ ছাড়াচ্ছেন বাংলাদেশ বোলাররা। বাবর আজম ও সৌদ শকিল ফিরলেন ১ রানের ব্যবধানে। আবদুল্লাহ শফিক ও আগা সালমানও সমান রানের ব্যবধানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন।

দিনের শুরুতেই ভালো কিছুর আভাষ দেন হাসান মাহমুদ। তার বলে কাট করতে গিয়ে আগেরদিন অপরাজিত থাকা পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১৪ রানে লিটনের হাতে ক্যাচ দেন। পরে ৩৮ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পাকিস্তান।

৫০ বলে ২২ রান করে বাবর উইকেটে সেট হয়ে ভুল করেন। নাহিদ রানার নিচু হয়ে আসা বলটিতে কাভার ড্রাইভ করতে গিয়ে ইনসাইডএজ হয়ে বোল্ড হন। চার বল খেলে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান শাকিল ০ ফিরলেন ভুল শট খেলতে গিয়ে। সাকিবের অফস্ট্যাম্পের বাইরের বলে লাইনে না গিয়েই পপিং ক্রিজ ছেড়ে ফ্লিক করার চেষ্টায় বল মিস করেন। স্ট্যাম্পিং করতে ভুল করেননি লিটন।

এরপর পাল্টা আক্রমণ করে দ্রুত রান তুলতে থাকেন আবদুল্লাহ শফিক ও রিজওয়ান। ৫ ওভারের মধ্যেই ৩৭ রানের জুটি গড়ে ফেলেন দুজনে। দ্রুত রান তোলার চেষ্টাতেই ভুল হলো। আবদুল্লাহ সাকিবের অফস্ট্যাম্পের বাইরের বলে পপিং ক্রিজ ছেড়ে এসে বড় শট নিতে গিয়ে মিস টাইমে ক্যাচ আউট হন ৩৭ রানে।

মুখোমুখি হওয়া প্রথম বলেই রক্ষণাত্মক খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে ক্যাচ দেন সালমান আগা। মিরাজের বলে নিচু হয়ে আসা অসাধারণ ক্যাচটি ধরেন স্লিপে দাঁড়ানো সাদমান ইসলাম। এই টেস্টে উইকেটের পেছনে বাংলাদেশের সবগুলো ক্যাচই ছিল দুর্দান্ত।

৬৫ রানে ২ উইকেট থেকে ১০৫ রানে ৬ উইকেটে পরিণত পাকিস্তান। বাংলাদেশকে টার্গেট ছুঁড়ে দিতে আরও ৯ রান করতে হবে তাদের। বাকি ৪ উইকেট দ্রুত তুলে নিলে বাংলাদেশের জয়ের লক্ষ্যটা খুব বেশি হবে না। সেটা হয়নি শেষ পর্যন্ত। ১৪৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান করেন ৫১। ৪ উইকেট মেহেদী হাসান মিরাজের। ৩ উইকেট সাকিব আল হাসানের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত