প্রি-সিজনের প্রথম ম্যাচেই হেরে গেল রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের নতুন ‘ওয়ান্ডার বয়’ এন্দ্রিককে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন স্যামুয়েল চুকুয়েজি। তার গোলে বুধবার চিকাগোর ম্যাচ জিতেছে এসি মিলান।
তারকাদের ছাড়াই মাঠে নেমেছিল মাদ্রিদ। ভিনিসিয়ুস, রোদ্রিগো, জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে সব আলো গিয়ে পড়েছিল এন্দ্রিকের ওপর। ১৮ বছর বয়সী নতুন সেনসেশন। কিন্তু লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে কোনো আলোড়ন তুলতে পারেননি। প্রথমার্ধ খেলে একটি সুযোগ তৈরি করলেও তার বক্সে একটি টাচও নেই।
এরপরও রিয়াল মাদ্রিদ কোচ হতাশ নন। কার্লো আনচেলোত্তি বরং উচ্ছ্বসিত, “এন্দ্রিক এমন এক খেলোয়াড় যার মধ্যে দারুন কিছু আছে।” তাকে ম্যাচে দেখেছেন, তার আগে ট্রেনিং করানোর সুবাদে কোচের উপলব্ধি, “সে খুব দ্রুত গতির। ছোট্ট জায়গায় খুব বিপজ্জনক এবং ওর মধ্যেই জায়গা বের করে ক্ষিপ্র গতিতে ছুটতে পারেন। এরকম গুন আছে, সে এক দুর্দান্ত প্রতিভা। এমন প্রতিভা খুব বিরল।”
এসি মিলানের কাছে হারলেও কোচ তরুণদের নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন ম্যাচে। তারা লড়াই করেছে, কিছু ভাল মুভ তৈরি করেছেন। এতেই খুশি আনচেলোত্তি।