যুব বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আনুষ্ঠানিক ফটোসেশন ছিল আজ। ফটোসেশন শেষ হতে লেগে গেল প্রায় ৩০ মিনিট। তবুও বিরক্তির লেশ নেই কারও মুখে। বরং যুব এশিয়া কাপ জয়ীদের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট।
আত্মবিশ্বাস থাকতেই হবে মাহফুজুর রহমান রাব্বিদের। কদিন আগে এশিয়া কাপ জয়ের গৌরব মেখেছেন দলের সবাই। ওই মুকুট মাথায় নিয়ে বিশ্বমঞ্চে পা রাখছেন তারা। বাংলাদেশের আর কোনও দল এই রকম সাফল্য নিয়ে কোনও আইসিসি টুর্নামেন্টে যেতে পারেনি।
রাব্বিরা তাই ব্যতিক্রম। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ যুব দল। আরও একবার সেই সাফল্য পেতে রাব্বিদের দিকে তাকিয়ে পুরো দেশ। রাব্বিরাও দেশকে হতাশ করতে নারাজ। এশিয়া কাপ জয়ীরা এবার বিশ্বকাপ জিততে প্রস্তুত।
কাল ফটোসেশন শেষে যুব অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলে গেছেন স্বপ্নের কথা, ‘‘আমরা যদি কম ভুল করে খেলি তাহলে আরও একবার শিরোপা জেতা সম্ভব। এশিয়া কাপ জেতায় আমাদের আত্মবিশ্বাস ভালো আছে। পুরো দল একাট্টা হয়েই খেলবে। বিশ্বকাপ জেতা সম্ভব।’’ ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে যুব বিশ্বকাপ ক্রিকেট।
পরদিন অর্থাৎ ২০ জানুয়ারি ‘এ’ গ্রুপে সবচেয়ে কঠিন ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই প্রতিপক্ষকে যুব এশিয়া কাপে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠার সুখস্মৃতি আছে রাব্বিদের। সেই সাফল্যের পুনরাবৃত্তি চান তারা।
ওই ম্যাচ ঘিরে কোন চাপ নেই বলে দাবি অধিনায়কের, ‘‘ভারত কোন ব্যাপার নয়। ওরা অন্যান্য দলের মতোই এক প্রতিপক্ষ। এবারও ম্যাচে ভালো খেললে আমরা জয় দিয়েই শুরু করতে পারব।’’
একদিন আগে তামিম ইকবাল একটি করে ব্যাট উপহার দিয়েছেন দলের সবাইকে। সঙ্গে দিয়েছেন বড় মঞ্চে ভালো করার টোটকাও।
এই টোটকা ও আত্মবিশ্বাস নিয়ে যুবারা দেশ ছাড়ছে রবিবার রাত ১টায়। এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে রংধনুর দেশে যাবেন তারা। সেখানে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত তিনদিনের কন্ডিশনিং ক্যাম্প করবে দল। ক্যাম্পে ১১ জানুয়ারি জিম্বাবুয়ে যুব দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ এবং ১২ তারিখ থেকে আইসিসির অধীনে চলে যাওয়ার পর শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ যুবারা।