Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন গ্রেপ্তার

জিল স্টেইন।
জিল স্টেইন।
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইনকে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে বিক্ষোভ দমাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় এবার গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন স্টেইন।

এসময় বিক্ষোভকারীরা সমবেত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলি ইনিস্টিটিউটগুলোকে বর্জনের দাবি জানান।

গ্রেপ্তার হওয়ার আগে সোশাল মিডিয়া এক্সে এক ভিডিও পোস্টে জিল স্টেইন বলেন, “আমরা গণতন্ত্র, মানবাধিকার ও গণহত্যা বন্ধের জন্য লড়াইরত শিক্ষার্থীদের পাশে থাকব।”

গ্রেপ্তার হওয়ার আগে বিক্ষোভকারীদের সঙ্গে জিল স্টেইন।

জিল স্টেইনের জনসংযোগ কর্মকর্তা ডেভিড শোয়াবে জানান, স্টেইন বিক্ষোভকারীদের ও পুলিশের মধ্যে উত্তেজনা কমাতে চেষ্টা করেছিলেন। কিন্তু এতে সাড়া দেয়নি পুলিশ। কিছু সময় পরেই তাকে গ্রেপ্তার করা হয়।

জিল স্টেইনের সঙ্গে তার ক্যাম্পেইন ম্যানেজার জেসন কল ও ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার কেলি মেরিল-কেয়ারও গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার হওয়া স্টেইনের জন্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার তিনি বিভিন্ন কারণে গ্রেপ্তার হয়েছিলেন। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে হওয়া এক বিতর্কস্থলে প্রবেশ নিয়ে বাদানুবাদের জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর ২০১৬ সালে দেওয়ালে গ্রাফিতি এঁকে প্রতিবাদ করার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নর্থ ডাকোটার আদালত।

জিল স্টেইন একজন ইহুদি-আমেরিকান অ্যাক্টিভিস্ট। তিনি বর্তমানে গ্রিন পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১২ ও ২০১৬ সালেও তিনি একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার পালন করেছেন। ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞার মতো প্রস্তাবের সমর্থক তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত