Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এমন ম্যাচই চেয়েছিল জার্মানি

শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে জার্মানি। ছবি: টুইটার
শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে জার্মানি। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

শেষ ষোলো নিশ্চিত হয়েছে আগেই। সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে খুব বেশি মাথা ব্যথা কি থাকার কথা জার্মানির? নিশ্চয় ছিল। কারণটা গ্রুপসেরা হওয়া। সুইসদের কাছে হারলেই দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট রাউন্ডে যেতে হবে এবারের ইউরোর আয়োজকদের। এই পরিস্থিতির সামনে প্রায় পড়েই গিয়েছিল জার্মানি। যদিও শেষ মুহূর্তের গোলে হার এড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জুলিয়ান নাগেলসমানের দল।

ফ্রাঙ্কফুর্টে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। পয়েন্ট ভাগাভাগি করায় ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন জার্মানরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানার্স-আপ সুইসরা। এই গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় সেরা দল হিসেবে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে হাঙ্গেরি।

সুইজারল্যান্ডের বিপক্ষে ‍শুরুতে এগিয়ে যেতে পারতো জার্মানি। কিন্তু কাই হাভার্টজ একটুর জন্য গোল পাননি। এরপর ১৭ মিনিটে তো গোল উদযাপনই করেছিল স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে নেওয়া আচমকা এক শট জালে জড়িয়ে দেন রবার্ট আনড্রিচ। কিন্তু দুর্ভাগ্য জার্মানির। ভিএআরে বাতিল হয় গোলটি। এই গোল হওয়ার আগে জামাল মুসিয়ালা ডি বক্সের ভেতর এক সুইস খেলোয়াড়কে ফাউল করেছিলেন।

পাশার দান পাল্টে যায় ২৮ মিনিটে। প্রতিআক্রমণ থেকে চমৎকার গোল করে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রেমো ফ্রেউলারের ক্রস থেকে জাল খুঁজে নেন ড্যান এনডোয়ে।

ওই গোলটাই জয় দেখাচ্ছিল সুইজারল্যান্ডকে। কঠিন পরীক্ষা দেওয়া জার্মানিরা দেখছিল প্রথম হার। নির্ধারিত সময় শেষে তখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল। গোলশোধে মরিয়া জার্মানরা সুযোগ খুঁজছিল। সুযোগ তারা পেয়েও যায় ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে। দারুণ এক গোল করে জার্মানদের জয়ের সমান ড্র এনে দেন নিকলাস ফুলক্রুগ।

সুইজারল্যান্ড কঠিন এক ম্যাচ উপহার দিয়েছে জার্মানিকে। যদিও জার্মানরা এমন একটি ম্যাচই চেয়েছিল। ম্যাচ শেষে অধিনায়ক ইকেই গুন্ডোয়ান বলেছেন, “অবশ্যই আমরা ম্যাচটি জিততে চেয়েছিলাম, খেলতে চেয়েছিলাম দারুণ ফুটবল। তবে এটাও সত্যি, এই টুর্নামেন্টে আমরা এমন একটা ম্যাচ চেয়েছিলাম। এই ম্যাচ আমাদের পরবর্তী খেলায় শক্তি সঞ্চার করবে বলে আশা করি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত