Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
মেসিকে নিয়ে জানালেন অসন্তোষ

এমবাপ্পের সঙ্গে গোপন চুক্তি খেলাইফির, কী আছে তাতে

44
[publishpress_authors_box]

দলবদলের মৌসুম এলেই গুঞ্জনের ডালপালা মেলতে থাকে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে। ব্যতিক্রম হয়নি এবারও। জানুয়ারির প্রথম সপ্তাহেই নাকি এমবাপ্পের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে রিয়াল, এমন সংবাদ ছড়িয়ে পড়ে নির্ভরযোগ্য ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে। বরাবরের মত পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি এবারও ধরে রাখতে চান দলের সেরা রত্নটিকে। ফরাসি রেডিও আরএমসিকে তিনি বললেন , ‘‘কিলিয়ান পিএসজিতেই থাকুক, এই চাওয়াটা লুকাব না। ও বিশ্বের সেরা ফুটবলার। আমি মনে করি পিএসজি ওর জন্য আদর্শ।’’

গত সপ্তাহে এএফপি জানায়িছিল, পিএসজি ছাড়তে এমবাপ্পে নাকি কয়েক কোটি ইউরো বোনাস ছাড় দিয়েছেন। ২০২২ সালে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের সময় বছরে তার পারিশ্রমিক ছিল ৭ কোটি ২০ লাখ ইউরো। চুক্তি সইয়ের পর বোনাস পেয়েছেন ১৫ কোটি ইউরো।

চুক্তি নবায়নে রয়েছে আনুগত্য বোনাসও। সেটা প্রথম বছরে ৭ কোটি ইউরো । আর তৃতীয় বছরে ৯ কোটি ইউরো। পিএসজি ছাড়তে এই বোনাসের একটা অংশ ছাড় দিয়েছেন এমবাপ্পে। এ নিয়ে খেলাইফি জানালেন, ‘‘আমার সঙ্গে এমবাপ্পের একটা চুক্তি হয়েছে (জেন্টেলম্যান এগ্রিমেন্ট)। টাকা বা বিস্তারিত কিছু বলব না। ওর সঙ্গে আমার সম্পর্কটা দারুন। এই চুক্তিটা শুধু আমাদের মধ্যেই থাকবে।’’

পিএসজি চ্যাম্পিয়নস লিগে ভালো করছে। এই ক্লাবের সুযোগ সুবিধাও বিশ্বমানের। এমবোপ্পেকে এগুলোই স্মরণ করিয়ে দিলেন খেলাইফি, ‘‘বিশ্বের সেরা অনুশীলন সেন্টার এখানে পাচ্ছে এমবাপ্পে। আছেন বিশ্বের সেরা কোচ । চ্যাম্পিয়নস লিগে আমরা শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালেও খেলেছি। বড় ক্লাবগুলোর পাশাপাশিই আছি। আমার অনুরোধ কিলিয়ানকে নিয়ে হইচই করবেন না, একা থাকতে দিন ওকে।’’

মেসির সঙ্গে খেলাইফি।

পিএসজি ছাড়ার পর লিওনেল মেসি বলেছিলেন, ‘‘আমি প্যারিসে যেতে চাইনি, বার্সেলোনাও ছাড়তে চাইনি। ব্যাপারগুলো হঠাৎ করেই ঘটে গেল। সত্যটা হলো (পিএসজিতে) আমাদের কঠিন সময় কেটেছে।’‘ খেলাইফির এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি। তিনি জানালেন, ‘‘আমি মেসিকে অনেক সম্মান করি। কিন্তু কেউ যদি পিএসজি ছেড়ে যাওয়ার পর ক্লাবটি নিয়ে বাজে কথা বলে, তাহলে সেটি ভালো নয়। এটা সম্মান দেওয়া হলো না। সে মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগেনি। ‘’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত