রিয়াল মাদ্রিদে বেতনের একটা সীমা আছে। ক্রিস্তিয়ানো রোনালদো পেতেন বছরে সর্বোচ্চ ১৫ মিলিয়ন ইউরো। এর বেশি বেতন দেওয়া হয়নি কাউকে। রোনালদোর সমান বেতন পেতেন গ্যারেথ বেল ও এডেন হ্যাজার্ড। তবে বিভিন্ন বোনাস, চুক্তির ধারা, ইমেজ রাইটস মিলিয়ে ফুটবলারদের আয় বাড়ে আরও বেশি।
কিলিয়ান এমবাপ্পের হাতছানি ছিল পিএসজিতে আকাশ ছোঁয়া বেতনের। সেই অঙ্কটা ভুলে তিনি রিয়ালে যোগ দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অরের আশায়। রিয়ালে তার বছরে বেতন সর্বোচ্চ ১৫ মিলিয়ন ইউরো।অথচ সৌদি আরবের প্রস্তাবে রাজি হলে মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো বেতনও পেতে পারতেন তিনি!
এমন বেতনে অসন্তুষ্টির শঙ্কা ছিল। কারণ দলের সেরা পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র ও গত মৌসুমে যোগ দেওয়া জুড বেলিংহামের বেতন এমবাপ্পের চেয়ে কম। ভিনি ও বেলিংহাম বেতন পেতেন সমান ১০ মিলিয়ন ইউরো করে।
স্প্যানিশ ‘ওকে দিয়ারিও’ জানাচ্ছে, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তিন জনের বেতনই সমান করে দিয়েছেন। এখন থেকে এমবাপ্পে, ভিনি ও বেলিংহাম পাবেন বছরে সমান ১৫ মিলিয়ন ইউরো করে।
রিয়ালে যোগ দেওয়ার পর উয়েফা সুপার কাপ জিতেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন প্রথম ম্যাচে। লা লিগাতেও করেছেন তিন গোল। ব্যালন ডি’অর দূরের পথ হলেও শুরুটা খারাপ হয়নি ফরাসি অধিনায়কের।