Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

এমবাপ্পে-রিয়ালের চুক্তি হয়েছে দুই সপ্তাহ আগে!

এমবাপ্পে-৬৭
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

কিলিয়ান এমবাপ্পের দলবদল নাটকের ইতি টেনে দিল মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা। সংবাদমাধ্যমটির খবর, রিয়ালের সঙ্গে তার চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে দুই সপ্তাহ আগেই, ১ জুলাই থেকে মাদ্রিদের ক্লাবটির খেলোয়াড় হচ্ছেন ফরাসি তারকা।

এমবাপ্পে-রিয়ালকে ঘিরে গুঞ্জন শুরু সেই ২০১৭ সাল থেকে। সাত বছর পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলে দাবি মার্কার। দুই সপ্তাহ আগেই পাঁচ মৌসুমের চুক্তি হয়েছে তাদের। ১ জুলাই থেকে রিয়ালের খেলোয়াড় হবেন বিশ্বকাপজয়ী তারকা।

গত মঙ্গলবার পিএসজির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এমবাপ্পে। সেই সাক্ষাতেই এই ফরোয়ার্ড জানিয়ে দেন, সামনের গ্রীষ্মেই তিনি ছাড়বেন পার্ক ডু প্রিন্সেস। এই খবর প্রকাশ করে ‘দ্য অ্যাথলেটিক’। এখন মার্কা জানাচ্ছে, সেদিনের সাক্ষাতেই এমবাপ্পে পিএসজিকে জানিয়ে দিয়েছিলেন, তাকে যেন আর নতুন চুক্তির প্রস্তাব না দেওয়া হয়।

এর আগে মাদ্রিদভিত্তিক আরেক ক্রীড়া দৈনিক এএস-এর খবর ছিল, ২০৩০ সাল পর্যন্ত রিয়ালে চুক্তি করতে যাচ্ছেন এমবাপ্পে। সংবাদমাধ্যমটি জানায়, বেতন কমিয়ে লা লিগার ক্লাবের সঙ্গে আলোচনা চলছে এমবাপ্পের। পিএসজিতে তার যে বেতনকাঠামো কিংবা সাইনিং বোনাস, রিয়ালে ওই মাপের অর্থ পাবেন না বিশ্বকাপজয়ী তারকা।

চলতি ২০২৩-২৪ মৌসুমে পিএসজিতে ৭২ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন এমবাপ্পে। এএস জানায়, রিয়াল মাদ্রিদে এত বেতন পাবেন না ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। এমনকি সাইনিং বোনাসও পিএসজি-মাপের হবে না।

চলতি মৌসুমেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এমবাপ্পের। ফলে ফ্রি এজেন্ট হিসেবে যেকোনও ক্লাবে যেতে পারবেন। এই জায়গায় রিয়ালের ট্রান্সফার ফি’র প্রয়োজন হচ্ছে না। তারপরও এমবাপ্পের বর্তমান বেতন মেলানো তাদের জন্য বেশ কঠিন। সেকারণেই বার্ষিক বেতন ৫০ মিলিয়ন ইউরোর মধ্যে রাখতে চায় রিয়াল কর্তৃপক্ষ। ছয় বছরের চুক্তিতে একই বেতন পাবেন এমবাপ্পে। অর্থাৎ আলোচনার টেবিলে থাকা ৫০ মিলিয়ন ইউরো করে প্রতি বছর পাবেন ফরাসি ফরোয়ার্ড। তবু এটি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে দামি চুক্তি।

রিয়ালের এখনকার দলের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠা জুড বেলিংহাম চলতি মৌসুমে যে বেতন পাচ্ছেন, সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে এমবাপ্পের চুক্তি করছে লস ব্লাঙ্কোস। যাতে দুই খেলোয়াড়ের বেতন কাছাকাছি থাকে। যদিও এমবাপ্পের চুক্তি ইংলিশ তারকার চেয়ে এক বছর বেশি হচ্ছে (বেলিংহামের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত)। তবে সাইনিং বোনাস হিসাব করলে বেলিংহামের চেয়ে বেশি ‘লাভজনক’ হবে এমবাপ্পের চুক্তি।

অবশ্য এখানেও ছাড় দিতে হচ্ছে এমবাপ্পেকে। ২০২২ সালেও ফ্রি এজেন্ট হয়ে গিয়েছিলেন তিনি। ওই সময় নতুন চুক্তি করায় সাইনিং বোনাস হিসেবে পিএসজি থেকে এমবাপ্পের ১৮০ মিলিয়ন ইউরো পাওয়ার কথা। চুক্তিটা ছিল তিন বছরের। তবে এমবাপ্পে চাইলে দুই বছরেই চুক্তি শেষ করতে পারবেন, এমন শর্ত রাখা হয়েছিল। সেই শর্ত অনুযায়ী, সাইনিং বোনাসের ১৮০ মিলিয়ন ইউরো তিন বছরে তিন কিস্তিতে পরিশোধের কথা পিএসজির। তবে রিয়ালের চুক্তিতে সাইনিং বোনাস পিএসজি-মাপের হচ্ছে না।

এএস-এর খবর, তারপরও এমবাপ্পে সাইনিং বোনাস হিসেবে যে অঙ্কটা পেতে যাচ্ছেন, কোনও ফ্রি এজেন্ট খেলোয়াড় এতটা ‘লাভবান’ হননি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত