মূলত বৈসুক, সাংগ্রাই এবং বিঝু- তিন অনুষ্ঠান মিলে বলা হয় বৈসাবি। পাহাড়ে নতুন বছর বরণে আরও উদযাপন হয় বিষু, বিহু ও চাংক্রান উৎসব। ছবি : সকাল সন্ধ্যাপ্রকৃতিই জীবনের উৎস, যাপনের বাহন। পার্বত্য অঞ্চলের বাসিন্দারা তা বিশ্বাস করেন মনেপ্রাণে। তাই এসব অনুষ্ঠানে ফুলের ব্যবহার চোখে পড়ে বেশি। ছবি : সকাল সন্ধ্যাবুধবার রাঙামাটিতে হয়ে গেল পাহাড়ি বর্ষবরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সকাল সন্ধ্যাবেলুন উড়িয়ে উৎসব উদ্বোধনের পর মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন পাহাড়ি বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা। ছবি : সকাল সন্ধ্যা