অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলে কোন পরিবর্তন আনা হয়নি। শিরোপা জয়ীদের নিয়েই দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বিকে নেতৃত্ব দিয়ে আজ ১৫ সদস্যের যুব বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি।
দলে মাহফুজুরের সহকারী আহরার আমিন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নির্বাচক হান্নান সরকার। ১৫ সদস্যের মূর দলের পাশাপাশি ৫ ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই।
১৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় হবে যুব বিশ্বকাপের ১৫তম আসর। ১৬ দল ৪ গ্রুপে ভাগ হবে প্রথম পর্ব খেলবে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।
চার গ্রুপের শীর্ষ তিন দল করে মোট ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সুপার সিক্স পর্ব। এই পর্ব থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। ১১ ফেব্রুয়ারি বেনোনির উইলোমোর পার্কে হবে ফাইনাল । বাংলাদেশ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকাতেই প্রথম যুব বিশ্বকাপ জিতেছিল।
যুব বিশ্বকাপের এই আসর হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু লঙ্কা ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের প্রমাণ পাওয়ায় আইসিসি দেশটি থেকে টুর্নামেন্ট সরিয়ে নেয়। একইসঙ্গে লঙ্কা যুব দলের অংশগ্রহণও বাতিল করা হয়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফুজুর রহমান (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব, পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, রোহানাত দৌল্লাহ, ইকবাল হোসেন, ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ ।