Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ওয়ার্নকে ছুঁয়ে হরভজনকে মনে পড়ল অশ্বিনের

22
[publishpress_authors_box]

হরভজন সিংকে আদর্শ মেনে বেড়ে উঠেছেন রবিচন্দ্রন অশ্বিন। শৈশবে যুব ক্রিকেটে বোলিং করতেন হরভজনের অ্যাকশনে। সেই হরভজনের জায়গায় ২০১১ সালে টেস্ট দলে ডাক পান অশ্বিন।

আইপিএল থেকে উঠে আসায় অশ্বিনের টেস্ট সামর্থ্য নিয়ে শঙ্কা ছিল অনেকের। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট শেষে সেই কথা স্মরণ করে আবেগি হয়ে পড়লেন অশ্বিন, ‘‘বড় একটা শূন্যতা পূরণ করতে হত আমাকে। হরভজনের জায়গায় এসেছিলাম আমি। যুব পর্যায়ের ক্রিকেটে তার অ্যাকশনেই বল করতাম। হরভজন আমার প্রেরণা। তবে আইপিএল থেকে এসেছিলাম বলে কেউ কেউ আমার লাল বলের সামর্থ্য নিয়ে শঙ্কা জানিয়েছিল। তখনই অনেকে এগিয়ে আসেন আর সাহায্য করেন আমাকে।’’

চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন অশ্বিন, তবে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে নিজের জাত চিনিয়ে পেয়েছেন ৬ উইকেট। এ নিয়ে টেস্টে ১৯১ ইনিংসে ৩৭তম বার ৫ বা বেশি উইকেট পেলেন অশ্বিন, যা যৌথ দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন ২৭৩ ইনিংসে ৫ বা বেশি উইকেট পেয়েছেন ৩৭বার। সর্বোচ্চ ৬৭বার এই কীর্তি করেছেন মুত্তিয়া মুরালিধরন (২৩০ ইনিংসে)।

ম্যাচ শেষে অশ্বিনকে প্রশংসায় ভাসালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, ‘‘লাল মাটির পিচে সবার জন্য কিছু না কিছু থাকে। একটু ধৈর্য ধরতে হয়। রান ও উইকেটের জন্য আমরা অপেক্ষা করেছি। তার ফল পেয়েছি। অশ্বিনই দেখিয়ে দিল পিচ কঠিন ছিল না। এখানকার পিচ ওর হাতের তালুর মতো চেনা। ঘরোয়া ক্রিকেট, আইপিএল, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্রচুর ম্যাচ খেলেছে। সাফল্যও পেয়েছে সবখানে।’’

অশ্বিন ৬ উইকেট নিলেন ৩৮ বছর ২ দিন বয়সে। এত বেশি বয়সে টেস্টে ভারতের হয়ে ইনিংসে ৫ উইকেট নেই আর কারও। ১৯৫৫ সালে ৩৭ বছর ৩০৬ দিনে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে আগের কীর্তিটা ছিল বিনু মানকড়ের।

নিজের প্রিয় এই মাঠে দ্বিতীয়বার একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নিলেন অশ্বিন। একই ভেন্যুতে দুবার এমন নজির নেই আর কারও।

এই জয়টা ছিল টেস্টে ভারতের ১৭৯তম। ভারত টেস্ট হেরেছে ১৭৮টি। এবারই প্রথম নিজেদের টেস্ট ইতিহাসে হারের চেয়ে বেশি ম্যাচ জিতল ভারত।  টেস্ট অভিষেকের ৯২তম বছর আর ৫৮০ টেস্টে এসে এবারিই প্রথম হারের চেয়ে জয় বেশি পেল ভারত।

এমন নজির আছে আরও চার দলের-অস্ট্রেলিয়া (৪১৪-২৩২), ইংল্যান্ড (৩৯৭-৩২৫), দ.আফ্রিকা (১৭৯-১৬১) ও পাকিস্তানের (১৪৮-১৪৪)। বাংলাদেশ ১৪৫ টেস্ট খেলে জিতেছে ২১টি, হার ১০৬ আর ড্র করেছে ১৮ ম্যাচে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত