এমপি আনোয়ারুল আজীম আনার কলকাতার যে বাসায় উঠেছিলেন সেই বাসার বেসিন ও মেঝেতে ছোপ ছোপ রক্ত পাওয়া গেছে। কলকাতার বিধান নগর পুলিশ কমিশনার গৌরব শর্মা এ তথ্য জানান।
কলকাতার টিভি চ্যানেল রিপাবলিক বাংলাকে বুধবার দুপুরে তিনি আরও জানান, নিউ টাউনের সঞ্জিবা গার্ডেন্সের (বিইউ-৫৬) ওই ফ্ল্যাটের মালিক একজন শুল্ক কর্মকর্তা।
গৌরব শর্মা বলেন, “ওই বাসার একটি রুম সেন্সর লক দিয়ে বন্ধ থাকায় সেখানে এখনও পুলিশ ঢুকতে পরেনি।”
কলকাতা পুলিশের ধারণা ওই রুমেই আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলকাতা পুলিশ এরই মধ্যে দুই জনকে আটক করেছে। এছাড়া আনারের কলাকাতার বন্ধু গোপাল বিশ্বাসকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী।
গোপাল বিশ্বাস চ্যানেল রিপাবলিক বাংলাকে বুধবার দুপুরে বলেন, “এই হত্যাকাণ্ডের বিষয়ে আমি কিছু জানি না। আমি আগেও বলেছি, সে আমার এখানে এসে পরের দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য চলে যায়। এরপর তার সঙ্গে আর যোগযোগ করতে না পেরে আমি থানায় নিখোঁজ ডায়েরি করি।”
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এমপি আনার সেখানে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ ঘটনায় বাংলাদেশ পুলিশ ৩ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
৫৬ বছর বয়সী আনোয়ারুল আজীম ঝিনাইদহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।