Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

SS-DMP-Dhaka-Metropolitan-Police-011124
[publishpress_authors_box]

ঢাকার কাকরাইল ও আশপাশের এলাকায় শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার রাজধানীর পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার প্রেক্ষাপটে শুক্রবার জরুরি সংবাদ সম্মেলনে করে দলটি ওই পোড়া কার্যালয়ের সামনেই সমাবেশ ডেকেছিল।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন। ভয় না পেয়ে যে যেখানে আছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত