কাপ্তাই হ্রদে নাব্য সংকটের কারণে রাঙ্গামাটির ছয় উপজেলার সঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। উপজেলাগুলো হলো-বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর।
শনিবার থেকে এসব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোন চেয়ারম্যান মো. মঈনুদ্দিন সেলিম।
তবে ছয় উপজেলার সঙ্গে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার আগে থেকেই বাঘাইছড়ির সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
মো. মঈনুদ্দিন সেলিম বলেন, “শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের নৌ-পথে নাব্য সংকটে লঞ্চ চলাচল বিঘ্নিত হয়। এবারও হ্রদের নৌপথে পলি ভরাটের কারণে যাত্রীবাহী লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছে। সুবলং এলাকায় লঞ্চ আটকে যাচ্ছে। সেজন্য ছয় উপজেলার সঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।”
লঞ্চ চলাচল বন্ধ থাকায় ইঞ্জিনচালিত বোট ও স্পিডবোটে চলাচল করতে হচ্ছে যাত্রীদের, ফলে বেড়েছে তাদের দুর্ভোগ।
কাপ্তাই হ্রদের নৌপথ খননের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে যাত্রী ও লঞ্চ মালিক নেতারা। তবে এখনও সেখানে দৃশ্যমান কোনও অগ্রগতি নেই।
কাপ্তাই হ্রদের নৌ-পথে খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, কাপ্তাই হ্রদের কাচালং ও রাইংক্ষ্যং চ্যানেলে খননের জন্য আমাদের একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্প পাস হলে নৌপথে খনন শুরু করা যাবে।