বান্দরবানের রুমার থানচিতে ব্যাংক ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া ৫৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এর মধ্যে মঙ্গলবার ৫২ জন এবং সোমবার দুজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার ৫৪ জিই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য।
বান্দরবান আদালত পুলিশের পরিদর্শক একে ফজলুল হক জানিয়েছেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা, বিকাল ৩টা ও ৪টায় তিন দফায় ৫২ আসামিকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নাজমুল হোসেন সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ চেওসিম বম ও ডাকাতিতে ব্যবহৃত জিপ গাড়ির চালক কফিল উদ্দিন সাগরকে একই আদালতে নেওয়া হলে তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।