মেয়েদের ফ্লোর ফাইনালে ব্রোঞ্জ জিতেছিলেন জর্ডান চিলিস। যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকসের এই পদকটি কেড়ে নেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশন (ফিগ) নিশ্চিত করেছে, চিলিসের জেতা পদকটি এখন দেওয়া হবে রোমানিয়ার আনা বারবোসুকে।
ফ্লোর ফাইনালে পয়েন্টের হিসাবে তৃতীয় হয়েছিলেন এই বারবুসো। কিন্তু পয়েন্টের হিসাব নিয়ে গোলমাল থাকায় যুক্তরাষ্ট্রের টিম থেকে তদন্তের আবেদন করা হয়। তারই ভিত্তিতে বাড়তি পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে জায়গা পায় চিলিস।
রোমানিয়ার অলিম্পিক কমিটিও চুপ করে বসে ছিল না। তারা ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করে। রোমানিয়ার দাবি, নিয়ম অনুযায়ী ১ মিনিটের মধ্যে তদন্তের আবেদন করতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্র সেই সময় পেরিয়ে যাওয়ার পর আবেদন করেছিল বলে অভিযোগ করে রোমানিয়া। ক্রীড়ার সর্বোচ্চ আদালতও সেটির সত্যতা খুঁজে পেয়েছে। ফলে চিলিসের জেতা পদকটিকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সিএএস।
ফ্লোর জিমন্যাস্টিকসের ফাইনালে ১৩.৬৬৬ স্কোর করে পঞ্চম হয়েছিলেন চিলিস। অন্যদিকে ১৩.৭ স্কোর করে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন বারবোসু। যদিও চিলিসের কোচ কেসিল ল্যান্ডি এই স্কোরের বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন। তারই ভিত্তিতে চিলিসের স্কোর বেড়ে দাঁড়ায় ১৩.৭৬৬ এবং জিতে নেন ব্রোঞ্জ পদক।
কিন্তু রোমানিয়ার অলিম্পিক দল এই ফলের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করে। এই আপিলের রায় তাদের পক্ষে এসেছে। চিলিসের কোচ তদন্তের যে আবেদেন করেছিলেন, সেটি নির্ধারিত এক মিনিট পেরিয়ে ৪ সেকেন্ডের সময়। ফলে যুক্তরাষ্ট্রের আবেদন নেওয়ার সুযোগ নেই বলে রায় দিয়েছে ক্রীড়া আদালত।
একই সঙ্গে ক্রীড়া আদালত চিলিসের পদক কেড়ে নিয়ে বারবুসোকে দেওয়ার নির্দেশ দিয়েছে।