বোলিংটা নিয়েই যা একটু স্বস্তি আছে। এছাড়া ফিল্ডিং-ব্যাটিং দুই বিভাগেই চরম হতাশা। ঠিক আগের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু এমন হতাশাজনক পারফরম ছিল না বাংলাদেশ দলের।
টেস্টে বেশ ভালো একটি দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে দেশের মাটিতে টেস্টে ভিন্ন কিছুর আশা জাগিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু পরের সিরিজে সেই হতাশা। এর কোন অজুহাত অধিনায়ক শান্তর কাছে নেই, তিনি দিতেও চাননা। ব্যর্থতা মেনে নিয়ে বেশি বেশি প্রথমশ্রেণীর ম্যাচ খেলার তাগিদ দিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ তে সিরিজ হার টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন সাত নম্বরে। ৪ টেস্ট থেকে একটি জয়ের পাশাপাশি তিনটি হার। ১২ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ৪ টেস্ট থেকে দুটি করে জয় হারে ২৪ পয়েন্ট পেয়েছে। অথচ পয়েন্ট আরও বেশি পাওয়ার সম্ভাবনা ছিল শান্তদের। প্রাপ্য সুযোগ সিরিজের দুই টেস্টেই কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পিছিয়ে পড়তে হলো।
সিলেট ও চট্টগ্রাম দুই টেস্টেই ক্যাচ মিসের ভুলে হারের মাশুল দিতে হলো বাংলাদেশকে। সুযোগগুলো কাজে লাগালে টেস্ট সিরিজটিই ভিন্ন হতো। ক্রিকেটারদের এমন কি হলো যে ফিল্ডিং ও ব্যাটিং দুই বিভাগেই এমন ভরাডুবি? সংবাদ সম্মেলনে আসা অধিনায়কের কাছেও এর উত্তর নেই।
সব ব্যর্থতা মেনে নিয়ে শান্ত বলেছেন, “ফিল্ডিংয়ের ব্যাপারে বলব যে সবাই যথেষ্ট অনুশীলন করে সবাই অনুশীলনে প্রত্যেকটা ক্যাচও ধরে। কেন হয়েছে এটার কোন উত্তর নাই। প্রস্তুতি যদি বলেন ফিল্ডিংয়ে সবাই ভালোমতো প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচে ক্যাচগুলো আমরা ধরতে পারিনি।”
ব্যাটিংয়ের ব্যর্থতাতেও কোন অজুহাত দিতে চান না শান্ত, “ব্যাটিংয়ে পুরা সিরিজে আমরা ভালো করিনি। এখানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই যে এই কারণে হইসে অই কারণে হইসে। বললে অনেক কিছু বলা যায় কিন্তু অজুহাত দিতে চাই না। দল হিসেবে পুরা সিরিজে ৪টা ইনিংসে আমরা ভালো ব্যাটিং করিনি।”
ব্যাটিংয়ে এমন বাজে পারফরম্যান্সের কারণ শান্তর কাছে মনে হয়েছে অভিজ্ঞতার অভাব। এর জন্য বেশি বেশি প্রথমশ্রেণীর ম্যাচ খেলাতে প্রাধান্য দিলেন। একদিন আগে টেস্টের চতুর্থ দিন শেষে সাবেক অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন আন্তর্জাতিক টেস্টের সঙ্গে বাংলাদেশের প্রথমশ্রেণীর ক্রিকেটের বিস্তর ব্যবধান।
তবুও শান্ত ম্যাচ শেষে পুরষ্কার বিতরনীতে প্রথশশ্রেণীর ক্রিকেটকেই গুরুত্ব দিলেন, “আমাদের ব্যাটিং বাজে হওয়ার কারণ দেখবেন সবাই ইনিংসের শুরু পেয়ে উইকেট দিয়ে আসছে। সবাই সেট হয়েছে কিন্তু বড় রান করতে পারেনি। এটা নিয়ে ভাবতে হবে। আমাদের বেশি করে প্রথমশ্রেণীর ক্রিকেট খেলতে হবে।”