ফুটবলে দুই অর্ধের মাঝে বিরতি মাত্র ১৫ মিনিটের। কিন্তু চমক উপহার দিতে ফুটবলের নিয়ম ভাঙল কনমেবল। আর্জেন্টিনা-কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনালে দুই অর্ধের বিরতিতে গান গাইবেন পপ তারকা শাকিরা। তাই ম্যাচের মাঝ বিরতি থাকবে ২৫ মিনিটের।
প্রথমবারের মতো কোপার ফাইনালের বিরতির সময়ে গাইবেন পপ তারকা শাকিরা। ম্যাচ দেখতে গিয়ে পপ সংগীতে মেতে ওঠার উপলক্ষ। ক্ষতি কি! তাই বলে ম্যাচের মাঝে!
কনমেবলের এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে বেশ সমালোচনা হচ্ছে। এই আয়োজন ম্যাচের আগেই করতে পারতো কনমেবল। ম্যাচের দুই অর্ধে মাঝে বিরতি ২৫ মিনিটের হলে দুই দলের মনোসংযোগে ছেদ পড়ার আশংকা করছে ফুটবল মহল।
২০১০ বিশ্বকাপের অফিসিয়াল গান “ওয়াকা ওয়াকার” সুরে এখনও নেচে ওঠেন ফুটবলপ্রেমীরা। পপ গায়িকা শাকিরার কন্ঠের সেই গানটি জমিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপ। এরপর ২০১৪ বিশ্বকাপেও টুর্নামেন্টের জন্য গেয়েছিলেন শাকিরা। এতদিন পর আবার ফুটবল ও শাকিরা হাত মেলালেন।
শাকিরার উপস্থিতির ঘোষণায় বাড়তি আমেজ তৈরি হয়েছে কোপার ফাইনালে ওঠা কলম্বিয়ানদের মনে। কারণ শাকিরার জন্মই যে কলম্বিয়ায়। নিজ দেশ কোপার ফাইনালে উঠেছে বলে জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছাও জানিয়ে রেখেছেন এই পপ তারকা।
টুইটারে লিখেছেন, “কলম্বিয়া এগিয়ে যাও! আমাদের দারুণ একটি দল আছে। আপনাদের সবার সঙ্গে এই রোববার কোপা আমেরিকার ফাইনালে দেখা হচ্ছে।”
ফাইনালে শাকিরার সঙ্গে গাইবেন আমেরিকান র্যাপার কার্ডি বি। এ দুজন ইতিমধ্যে মেক্সিকান-আমেরিকান মিডিয়া কোম্পানি টেলেভিসার হয়ে একটি গান গেয়েছেন “গুনতেরা” নামে। ওই গানটিই তারা গাইবেন কোপার ফাইনালে। অবশ্য এটাই কোপা আমেরিকা ২০২৪ এর অফিসিয়াল গান কিনা তা নিশ্চিত করেনি কনমেবল।