Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কোপা আয়োজকদের অপেশাদার বললেন বিয়েলসা

GettyImages-2161799052-2048x1365
[publishpress_authors_box]

এবারের কোপা আমেরিকার আয়োজকদের ওপর বেজায় চটেছেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। নিজের দল সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বলে নয়, টুর্নামেন্টে বাজে মাঠ এবং নিরাপত্তার অভাবের দিকে আঙুল তুলেছেন তিনি।

১৫ বারের কোপা জয়ী উরুগুয়ে এখনও টুর্নামেন্টে আছে। কানাডার বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা। ফাইনালে না পৌঁছালেও পুরষ্কার নিয়ে আসর শেষ করার সুযোগ আছে বিয়েলসার দলের সামনে। কিন্তু সেদিকে নজর কম-ই দিচ্ছেন উরুগুয়ে কোচ।

বিয়েলসার ক্ষোভ প্রথমে মাঠ নিয়ে। তার মতে ঘাসের পিচ ঠিকঠাক খেলার অবস্থায় ছিল না। ফুটবলারদের খুব কষ্ট করেই খেলতে হয়েছে। এর চেয়েও গুরতর অভিযোগ নিরাপত্তার অবহেলায়। বিয়েলসা বলেছেন, “একটা বিষয় বলতে পারি যে একজন সাধারণ মানুষ হিসেবে যা করার দরকার ফুটবলাররা তা করেছে। আপনি যদি দেখেন আপনার পরিবারকে আক্রমণ করা হচ্ছে, আপনি কি করবেন? তাদের (কনমেবল) জিগাস করুন, যারা আক্রমণকারীদের পক্ষ নিয়েছে তাদের শাস্তি হবে কিনা?”

আয়োজকদের “মিথ্যুক” বলেছেন বিয়েলসা। এমনিক এই উক্তির জন্য তার ওপর নিষেধাজ্ঞা আসার ভয়ও করছেন না। ঘাসের মাঠ নিয়ে অভিযোগ করেছেন ৬৮ বছর বয়সী এই কোচ। আন্তর্জাতিক ফুটবলারদের মানের চেয়ে অনেক বাজে অবস্থায় ছিল কোপার প্রতিটি স্টেডিয়ামের মাঠ, এমনটাই বলেছেন বিয়েলসা।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত