শেষ হতে চলেছে ফুটবল উৎসব। মর্যাদার কোপা আমেরিকা ও ইউরোর লড়াই এখন ফাইনালের মঞ্চে। টানা দ্বিতীয় কোপা ধরে রাখার চ্যালেঞ্জে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। আর ইংল্যান্ড ইউরোর ফাইনালে মুখোমুখি স্পেনের।
আন্তর্জাতিক তারিখ অনুযায়ী দুটি ফাইনালের সূচিই ১৪ জুলাই। তবে বাংলাদেশ সময় অনুযায়ী ইউরোর ফাইনাল ১৪ জুলাই দিবাগত রাত ১টায়। আর কোপার ফাইনাল ১৫ জুলাই সকাল ৬টায়।
ইউরোয় অবশ্য তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ নেই। তবে কোপার তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে ১৪ জুলাই সকাল ৬টায় মুখোমুখি হবে উরুগুয়ে-কানাডা।
ইউরোর ফাইনাল
তারিখ ম্যাচ সময়
১৪ জুলাই স্পেন-ইংল্যান্ড রাত ১টা
কোপার সূচি (তৃতীয়স্থান নির্ধারণী)
তারিখ ম্যাচ সময়
১৪ জুলাই উরুগুয়ে-কানাডা সকাল ৬টা
ফাইনাল
১৫ জুলাই আর্জেন্টিনা-কলম্বিয়া সকাল ৬টা