Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

কোপা দেল রের আগে সৌদিতে মাদ্রিদ ডার্বি

সুপার কাপ সেমিফাইনাল খেলতে সৌদি যাওয়ার আগে রিয়াল ফুটবলরার। ছবি : টুইটার
সুপার কাপ সেমিফাইনাল খেলতে সৌদি যাওয়ার আগে রিয়াল ফুটবলরার। ছবি : টুইটার
[publishpress_authors_box]

রিয়ালের চেয়ে তারা ঐতিহ্য আর সাফল্যে পিছিয়ে যোজন যোজন। তবে মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে এক ইঞ্চি জায়গাও ছাড়ে না অ্যাতলেতিকো মাদ্রিদ। একই শহরের দুই চির প্রতিদ্বন্দ্বী সাত দিনের ব্যবধানে মুখোমুখি হচ্ছে দুই বার।

প্রথম মাদ্রিদ ডার্বি আগামীকাল সৌদি আরবে। আল আওয়াল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে তারা। অপর সেমিফাইনালে বার্সেলোনা খেলবে ওসাসুনার সঙ্গে। রিয়াল-বার্সা জিতলে রবিবার সুপার কাপে হতে পারে ২০২৪ সালের প্রথম এল ক্লাসিকো।

সুপার কাপ শেষে কোপা দেল রের শেষ ষোলতেও মুখোমুখি হবে রিয়াল-অ্যাতলেতিকো। ১৮ জানুয়ারি অ্যাতলেতিকোর মাঠে হবে ম্যাচটি। তুলনায় বার্সেলোনা পেয়েছে সহজ প্রতিপক্ষ। তারা শেষ ষোলোতে খেলবে স্পেনের তৃতীয় বিভাগের দল ইউনিওনিসতাসের সঙ্গে। ইউনিওনিসতাসের মাঠে ম্যাচটি ১৭ জানুয়ারি।

ইউনিওনিসতাস হারিয়েছে ভিয়ারিয়ালকে। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে তারা জিতে ৭-৬ ব্যবধানে।

এছাড়া শেষ ষোলোতে মুখোমুখি হবে অ্যাতলেতিকো বিলবাও-আলভেস, গেতাফে-সেভিয়াওসাসুনা-রিয়াল সোসিয়েদাদ, জিরোনা-রায়ে ভায়েকানো, ভ্যালেন্সিয়া-সেল্তা ভিগো, টেনেরিফে-মায়োর্কা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত