Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

কোরবানির বর্জ্য : ঢাকা উত্তর সরাতে চায় ৬ ঘণ্টায়, দক্ষিণ ২৪ ঘণ্টায়

ss-cow-haat-cattle-market-2023
Picture of জ্যেষ্ঠ প্রতিবেদক, সকাল সন্ধ্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক, সকাল সন্ধ্যা

অন্যান্য বারের মতো এবারও কোরবানির পশুর বর্জ্য সরাতে তৎপর রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। দুই সিটি করপোরেশনই কোরবানির ঈদের দিন সোমবার দুপুর ২টায় এ কাজ শুরু করতে চায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে চায়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চায় ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য সরাতে। আর ঈদের দিন বিকাল ৫টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের সময়সীমা নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কোরবানির বর্জ্য অপসরণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। পশুর হাটের বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

এক বিজ্ঞপ্তিতে ডিএসসিসির মুখপাত্র আবু নাছের জানিয়েছেন, এবার কোবানির বর্জ্য অপসারণে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। দক্ষিণ সিটিতে ইতোমধ্যে ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। প্রস্তুত রয়েছে ৪০ টন ব্লিচিং পাউডার ও ২২২ গ্যালন স্যাভলন। বর্জ্য সরাতে ৭৫টি ওয়ার্ডে ১৫০টি মিনি ট্রাক নিয়োজিত থাকবে। সব মিলিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রমে ৫৬০টি যানবাহন ও প্রযুক্তি ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ করা হয়েছে। কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ না হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে নগরবাসীকে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, বাসা-বাড়ির কোরবানির বর্জ্য নির্দিষ্ট ব্যাগে বাড়ির পাশে রেখে দেওয়ার জন্য ৯ লাখ ৪০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া ১ লাখ বায়োডিগ্রেডেবল পলিব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত আছে প্রয়োজনীয় ব্লিচিং পাউডার ও স্যাভলন।

ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, এবার কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তরে প্রায় ১০ হাজার কর্মী নিয়োজিত থাকবেন।

ঈদের দিন বিকাল ৫টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চসিকের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সকাল ৯টা থেকে ট্রাকে করে বর্জ্য আবর্জনাগারে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে। পাশাপাশি পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে শহর পরিচ্ছন্ন করা হবে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানিয়েছেন, এবার ৮-৯ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩২২টি গাড়ি নিয়ে ৪১০০ কর্মী বর্জ্য অপসারণের কাজ করবেন। ওয়ার্ড কাউন্সিলররা পরিচ্ছন্নতা কার্যক্রম তদারক করবেন। পাশাপাশি চসিকের পরিচ্ছন্নতা বিভাগের ১১০ জন কর্মী পুরো নগরীতে তদারকিতে থাকবেন। নগরীর উত্তর-দক্ষিণের ২২টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হবে আরেফিন নগরের আবর্জনাগারে। পতেঙ্গা-বন্দর এলাকার বাকি ১৯টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হবে হালিশহরে আবর্জনাগারে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত