ক্রিকেট দুনিয়ার সবাই বিরাট কোহলিকে এক নামে চেনেন। ২২ গজের বাইরেও তার ব্যাপক পরিচিতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যায় তার অবস্থান ১৬ নম্বরে। তবে ক্রিকেট জনপ্রিয় নয়, এমন দেশে কোহলির পরিচিত সম্ভবত ততটা নয়। সেটা বোঝা গেল রোনালদোর মাধ্যমে। ভারতীয় এই ক্রিকেটারকে চেনেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি।
এই উপমহাদেশে ক্রিকেটে ডুবে আছেন খেলাপ্রেমীরা। ক্রিকেটই এখানে সবচেয়ে জনপ্রিয়। তবে লাতিন আমেরিকায় এখনও এই খেলাটি তেমন একটা জনপ্রিয়তা পায়নি। যদিও ফুটবল দুনিয়ায় কোহলির পরিচিতি ভালোই। পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো যেমন খুব ভালো করেই চেনেন কোহলিকে। তবে ফেনোমেনন রোনালদো চেনেন না ভারতের সাবেক অধিনায়ককে।
দিনকয়েক আগে রোনালদোর সঙ্গে দেখা করেছেন ইউটিউবার ‘স্পিড’। তিনিই কোহলি সম্পর্কে জানতে চেয়েছিলেন রোনালদোর কাছে। কথোপকথনে স্পিডের প্রশ্ন ছিল, “আপনি বিরাট কোহলিকে চেনেন?” রোনালদোর উত্তর, “কে?” এরপর স্পিড আবারও বলেন, “ভারতের বিরাট কোহলি।” এবার রোনালদোর জবাব, “না।”
Speed – Do you know Virat Kohli, he is the GOAT of cricket?!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 10, 2024
Ronaldo Nazario- Yeah definitely. pic.twitter.com/MbFYNCoRGf
স্পিড তখন কিছুটা বিস্ময় প্রকাশ করেন, “আপনি বিরাট কোহলিকে চেনেন না!” রোনালদো তখন বললেন, “সে কে? কোনও খেলোয়াড়?” এবার স্পিড পরিচয় করিয়ে দিলেন, “সে একজন ক্রিকেটার।” এরপর রোনালদো বলেন, “সে এখানে খুব বেশি জনপ্রিয় নয়। তাই হয়তো চিনি না।”
স্পিড এবার কোহলির একটা ছবি দেখিয়ে বললেন, “হ্যাঁ, সে (কোহলি) দারুণ খেলোয়াড়। আপনি কখনো তাকে দেখেননি (ছবি দেখিয়ে)?” ছবি দেখে রোনালদোর উত্তর, “হ্যাঁ হ্যাঁ।”
রোনালদোর সঙ্গে স্পিডের এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কিছুটা হতাশ হয়েছেন কোহলির ভক্তরা। তাদের কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন, “গোটা বিশ্ব যেখানে কোহলির নাম জানে, সেখানে রোনালদো কেন চিনলেন না!”