২০২৩ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতে জিতেছে ষষ্ঠ বিশ্বকাপ। ৫০ ওভারের সবচেয়ে বড় আসর জিতলেও আইসিসির স্বীকৃতিতে তাদের কোনও খেলোয়াড় নেই। আজ (বৃহস্পতিবার) ওয়ানডের বর্ষসেরার মনোনয়ন প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সেখানে দাপট বিশ্বকাপের রানার্স-আপ ভারতের। তাদের তিন খেলোয়াড় রয়েছে বর্ষসেরার দৌড়ে।
ভারতকে হারিয়েই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যেহেতু বিশ্বকাপের বছর, স্বাভাবিকভাবেই ওয়ানডের বর্ষসেরার দৌড়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের থাকার কথা। যদিও আইসিসির মনোনয়ন পাওয়া চার ক্রিকেটারের তিনজনই ভারতে। অস্ট্রেলিয়ার কেউ নেই। ওয়ানডের বর্ষসেরার পুরস্কার পেতে লড়বেন ভারতের বিরাট কোহলি, শুভমান গিল ও মোহাম্মদ সামি। তাদের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
অবশ্য বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় বাছতে পুরো বছরের পারফরম্যান্স আমলে নিয়েছে আইসিসি। এই জায়গাতেই হয়তো পিছিয়ে পড়েছেন অস্ট্রেলিয়ানরা। বিপরীতে দুর্দান্ত বছর পার করেছেন মনোনয়ন পাওয়া কোহলি, শুভমান, সামি ও মিচেল।
শুভমান গিল
গিলের কথাই ধরা যাক। ২০২৩ সালে ৫০ ওভারের ক্রিকেট স্বপ্নের মতো কাটিয়েছেন তিনি। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। গত বছরের শুরুর দিকে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ২০৮ রানের ইনিংস। ওয়ানডেতে রানবৃষ্টিতে ভেজা এই ওপেনারের বিশ্বকাপটাও মন্দ যায়নি। ডেঙ্গুর কারণে বিশ্বকাপের শুরুতে ছিলেন না। তবে সুস্থ হয়ে ফিরে ভারতের ফাইনাল খেলার পথে ৪৪.২৫ গড়ে করেন ৩৫৪ রান।
সব মিলিয়ে ২০২৩ সালে শুভমানের রান ১ হাজার ৫৮৪। তাতে একপঞ্জিকাবর্ষে ভারতীয় ব্যাটার হিসেবে পঞ্চম সর্বোচ্চ রানের কীর্তি গড়েন। এক বছরে তার চেয়ে বেশি রান কেবল শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলীর।
বিরাট কোহলি
কোহলি আরেকটি বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থ হয়েছেন। তবে বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন দুর্দান্ত। তার ব্যাট এতটাই ধারাল ছিল যে, বিশ্বকাপে নতুন রেকর্ডই গড়ে ফেলেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান করা ব্যাটার এখন কোহলি। ভারতের নাম্বার থ্রি তার ১১ ইনিংসের ৯টিতেই অন্তত হাফসেঞ্চুরি করেছেন। যাতে ৭৬৫ রান করে বসেন চূড়ায়।
বিশ্বকাপে তার গড় ছিল ৯৫.৬২। করেছেন তিনটি সেঞ্চুরি। যার মধ্যে রয়েছে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচজেতানো শতক। সব মিলিয়ে ২০২৩ সালে ২৭ ওয়ানডেতে ১ হাজার ৩৭৭ রান কোহলির।
ড্যারিল মিচেল
সেমিফাইনাল থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। তবে দুর্দান্ত পারফর্ম করেছেন মিচেল। ২০২৩ সালের পুরোটা জুড়েই ছিল তার দাপট। ২৬ ম্যাচে করেছেন ১ হাজার ২০৪ রান। নিউজিল্যান্ডের ব্যাটার হিসেবে একপঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি।
ভারতের বিশ্বকাপে ৬৯ গড়ে মিচেলের ব্যাট থেকে আসে ৫৫২ রান। করেছেন দুটি সেঞ্চুরি। দুটিই স্বাগতিক ভারতের বিপক্ষে।
মোহাম্মদ সামি
ব্যাটারদের আলো ছড়ানো বিশ্বকাপে অনন্য পারফরম্যান্স ছিল পেসার সামির। চোখধাঁধানো ছিল তার বোলিং। বিশ্বকাপের শুরুতে তার জায়গা ছিল বেঞ্চে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ছিল, দলে ইনজুরি সমস্যা তৈরি না হলে সামির বিশ্বকাপে খেলাই হতো না!
ইনজুরি-জটিলতার কারণেই কৌশলে পরিবর্তন আনে ভারত। সুযোগ হয় সামির। আর একাদশে জায়গা পেয়েই দেখান তার সামর্থ্য। দুর্দান্ত বোলিংয়ে স্মরণীয় বিশ্বকাপ কাটিয়েছেন ভারতীয় পেসার। ঘরের মাঠের বিশ্বকাপে তিনবার নিয়েছেন ৫ উইকেট, একবার ৪ উইকেটের স্বাদ। বিশ্বকাপের ৭ ম্যাচেই ২৪ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি।