Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ক্রিকেটাররা পাচ্ছেন বড় অর্থ পুরস্কার

rr
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করার আনন্দ বেড়েই চলেছে ক্রিকেটারদের। দেশে ফেরার পর প্রধাণ উপদেষ্টার কাছ থেকে সংবর্ধনা পাওয়ার পর অর্থ পুরস্কার অপেক্ষা করছে তাদের জন্য। বিসিবি থেকে এই সুখবর পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি। তাই এই উপলক্ষ্যকে বিশাল করেই দেখা হচ্ছে। টাইগারদের এমন ঐতিহাসিক সিরিজ জয় সাড়া ফেলেছে পুরো বিশ্বের ক্রিকেটাঙ্গনে।

শান্তদের কীর্তিকে সম্মান জানিয়ে তাদের জন্য অর্থ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা ক্রিকেটারদের হাতে পুরস্কারের চেক তুলে দিবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রিকেটারদের এই অর্থ পুরস্কারের পরিমাণ প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।

বড় কোনো সিরিজ জিতলে ক্রিকেটারদের বোনাস দেয়ার রীতি রয়েছে বিসিবিতে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

পাকিস্তান সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত