Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ক্লান্তির দিনে শেষটা স্বস্তির

জাকির
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

দিন শেষের প্রায় ঘন্টা আগে পাকিস্তানের ইনিংস ঘোষণা পুরোনো আতঙ্ক ধরিয়ে দিয়েছিল। দিনের শেষ ঘণ্টায় দিক হারিয়ে কতবারই টেস্ট হেরেছে বাংলাদেশ। কিন্তু এবার ব্যতিক্রম হলো।

রাওয়ালপিন্ডিতে শঙ্কা জয় করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষে ১২ ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের পুঁজি ২৭ রান। শুরুর ধাক্কা সামলানো গেছে। এবার লড়াই ফিরিয়ে দেওয়ার পালা।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছে। বাংলাদেশ এখনও পিছিয়ে ৪২১ রানে। পাকিস্তানকে ছোঁয়ার পথটা অনেক দূরের হলেও আশা জাগাচ্ছেন জাকির হাসান ও সাদমান ইসলাম এবং রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক পিচ।

পড়ন্ত বিকেলে বাংলাদেশ ওপেনাররা কোন ভুল না করিয়েই কাটিয়েছেন ১২ ওভার। জাকির হাসানের দুবার অফস্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করে পরাস্ত হওয়া ছাড়া ভয়ের কিছু ছিল না। দিন শেষে জাকির ৪২ বলে ১ চারে ১১ রানে অপরাজিত আছেন। ওদিকে নিঁখুত শট খেলা অপর ব্যাটার সাদমান ২ চারে অপরাজিত ১২ রানে ।

অপরাজিত থেকে দিনটি শেষ করতে পারায় আত্মবিশ্বাস বাড়বে দুই ওপেনারের। নতুন বলে পাকিস্তান পেসাররা বরাবরই ভালো। শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের দারুণ ভাবে সামলে উইকেটটা বুছে নেওয়ার কাজ সেরেছেন সাদমান ও জাকির।

পাশাপাশি পুরে দিনে রাওয়ালপিন্ডির উইকেট পাকিস্তান ব্যাটারদের যেমন সহযোগীতা করেছে দিন শেষে বাংলাদেশ ব্যাটারদের জন্যও সেই আচরণ ছিল। উইকেটের আচরণ বলছে তৃতীয় দিনেও ধীর হয়ে ওঠার সম্ভাবনা নেই রাওয়ালপিন্ডি পিচের। এজন্যই এ মাঠে বেশি রান ওঠে। এই সুবিধাটা এবার বাংলাদেশ ব্যাটারদের কাজে লাগানোর পালা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত