বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন খালেদ মাহমুদ সুজন। বুধবার সকাল সন্ধ্যাকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এ নিয়ে বিসিবি থেকে পদত্যাগ করা পরিচালকের সংখ্যা দাঁড়াল পাঁচ।
তাৎক্ষনিক ভাবে সুজনের পদত্যাগের কারণ জানা যায়নি। এ ব্যাপারে জানতে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সবশেষ বোর্ড সভাতেই উপস্থিত থাকা এই পরিচালকের পদত্যাগ একটু হলেও চমক উপহার দিয়েছে।
খালেদ মাহমুদ গত কিছুদিন ধরে তার ক্রিকেট অ্যাকাডেমি বাংলা ট্র্যাক নিয়েই ব্যস্ত ছিলেন। বিসিবিতে সুজনকে সবশেষ দেখা গেছে নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন প্রথম সভায়। ওই সভা শেষে সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন না এই সাবেক অধিনায়ক।
সুজনের আগে নাজমুল হাসান পাপন নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস, মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু, নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল, এইচপি ইউনিটের প্রধান নাইমুর রহমান দুর্জয়।
খালেদ মাহমুদ সুজন আগের বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। যুব দলের ক্রিকেটার তুলে আনার দায়িত্ব ছিল তার। ফারুক নেতৃত্বাধীন কমিটিতে কোনও বিভাগের দায়িত্ব দেওয়া হয়নি তাকে। এ কারণেই সুজন পদত্যাগ করেছেন বলে গুঞ্জন আছে।
বিসিবির গঠনতন্ত্র অনযায়ী টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ এমনিতেই চলে যাবে। সেই অনুযায়ী ৫ আগস্টের পর পাপনসহ গা ঢাকা দেওয়া বেশ কয়েকজন পরিচালক ইতিমধ্যে দুটি সভায় অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার আরও একটি সভা হবে বিসিবির।
সেখানেও তারা অনুপস্থিত থাকবেন। এই তালিকায় সুজনের নাম না থাকলেও তিনি নিজেই পদত্যাগ করলেন।