Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলায় নিহত ৯  

গাজার খান ইউনিস শহরে ৫ ডিসেম্বর ইসরায়েলের বোমাবর্ষণ। ছবি: এএফপি
গাজার খান ইউনিস শহরে ৫ ডিসেম্বর ইসরায়েলের বোমাবর্ষণ। ছবি: এএফপি
[publishpress_authors_box]

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ জন। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে বিবিসি। 

জাতিসংঘের সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, বুধবার গাজা শহরের উপকণ্ঠে লড়াই চলাকালে খান ইউনিস প্রশিক্ষণ কেন্দ্রে ট্যাঙ্ক থেকে ছোড়া দুটি গোলা আঘাত হানে।

এই ঘটনাকে ‘যুদ্ধের মৌলিক নিয়মের ভয়ানক অসম্মান’ হিসেবে অভিহিত করেছেন ইউএনআরডব্লিউএ-র কমিশনার জেনারেল ফিলিপ্পি লাজ্জারিনি।   

ইসরায়েলের সেনাবাহিনী জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলার দায় নিতে রাজি নয়। তারা বলেছে, তাদের বিমান হামলা বা কামানের গোলা নিক্ষেপের ফলে এই ঘটনা ঘটার সম্ভাবনা নেই। হামাস যোদ্ধারা এটি করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে গোলাবর্ষণের ঘটনার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, “ইউএনআরডব্লিউএ-র আশ্রয়কেন্দ্রে হামলার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বলা হচ্ছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ৩০ হাজারের বেশি ঘরহারা ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।”                           

বিবৃতিতে গাজায় তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে শিশুসহ নিরপরাধ মানুষের হতাহতের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করেন ওয়াটসন। তিনি বলেন, “ফিলিস্তিনের বেসামরিক নাগরিকসহ মানবিক সহায়তা প্রদানকারী ব্যক্তি ও স্থান রক্ষার দায়িত্ব ইসরায়েলের।”        

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা মনে করে, ফিলিস্তিনের বেসামরিক মানুষের মধ্যে লুকিয়ে থাকা ‘হামাস সন্ত্রাসীদের’ হাত থেকে নিজেদের রক্ষা করছে ইসরায়েল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামাস যোদ্ধারা খান ইউনিস শহরের পশ্চিমে অগ্রসর হওয়ায় তাদের বিরুদ্ধে জোর লড়াই চলছে ইসরায়েলের সেনাবাহিনীর।

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি। ছবি: এএফপি

খান ইউনিস শহরে দুটি হাসপাতালে এ মুহূর্তে অবস্থান করছে হাজার হাজার রোগী, কর্মীসহ আরও অনেকে। সেখানে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধায় হাসপাতাল ছেড়ে তারা কোথাও যেতেও পারছেন না।

গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণে হামলা চালায়। এতে ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়। প্রায় আড়াইশ মানুষকে তারা বন্দি করে।         

এরপর গাজায় ইসরায়েল পাল্টা হামলা শুরু করে। এখন পর্যন্ত তাদের হামলায় ২৫ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ফিলিস্তিনের ১৭ লাখ মানুষ। এই সংখ্যা তাদের জনসংখ্যার প্রায় তিন-চতুর্থাংশ। বাস্তুহারাদের অনেকে আশ্রয় নিয়েছে জাতিসংঘের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।           

বুধবার হামলার শিকার হওয়া জাতিসংঘের খান ইউনিস প্রশিক্ষণকেন্দ্র ফিলিস্তিনে ইউএনআরডব্লিউএর অন্যতম বৃহৎ আশ্রয়কেন্দ্র। ৩০ থেকে ৪০ হাজার ফিলিস্তিনি এই প্রশিক্ষণকেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হয়।       

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত