Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

গোল আর শিরোপায় অভিষেক এমবাপ্পের

rt62
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

সামনে ভিনিসিয়ুস, এমবাপ্পে, রোদ্রিগোর ত্রিফলা। তাদের ঠিক পেছনে জুড বেলিংহাম। সময়ের অন্যতম সেরা চার তরুণের আলোয় জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ। ইতালির আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রিয়াল জিতল উয়েফা সুপার কাপ।

রিয়ালের জার্সিতে এই ম্যাচেই অভিষেক হলো এমবাপ্পের। ফরাসি অধিনায়ক অভিষেকটা রাঙালেন গোল করে আর শিরোপা জিতে। রিয়ালের অপর গোলটি ফেদে ভালভের্দের। দুই গোলের অ্যাসিস্ট বেলিংহাম ও ভিনিসিয়ুসের। ম্যাচ সেরার পুরস্কার বেলিংহামের।

 এ বছর এটা রিয়ালের চতুর্থ শিরোপা। এর আগে তারা জিতেছে স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ।

চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হওয়া এই সুপার কাপ এ নিয়ে রেকর্ড ষষ্ঠবার জিতল রিয়াল। ছাড়িয়ে গেল পাঁচবার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে।

কোচ হিসেবে কার্লো আনচেলোত্তিও ট্রফিটা জিতলেন রেকর্ড পাঁচবার। ছাড়িয়ে গেলেন চারবার জেতা পেপ গার্দিওলাকে। একইভাবে পাঁচবার জিতলেন লুকা মদ্রিচ আর দানি কারভাহালও।

৫১.৯ শতাংশ বলের দখল নিয়ে খেলা রিয়াল পোস্টে শট নিয়েছিল ১৩টি, লক্ষ্যে ছিল এর ৬টি। আতালান্তার পোস্টে শট ৭টি, লক্ষ্যে ছিল ২টি।

শুরু থেকে ভিনিসিয়ুস আর রোদ্রিগোর সঙ্গে ছিলেন এমবাপ্পে। তবে বিরতির আগে গোলের দেখা পায়নি রিয়াল। ৫৯তম মিনিটে প্রথম গোল পায় তারা। বেলিংহামের পাস বক্সে পান ভিনিসিয়ুস। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাসে ফাঁকা জালে বল পাঠান ভালভের্দে।

৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বেলিংহামের পাস পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে জালে জড়ান তিনি। ম্যাচ শেষের সাত মিনিট আগে আনচেলোত্তি তাকে তুলে নিলেও, রিয়ালের জার্সিতে অভিষেকটা স্মরণীয়ই হয়ে থাকল এমবাপ্পের।   

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত