কদিন আগের কথা। গুঞ্জন উঠল, জাভির ওপর সন্তুষ্ট নন বার্সেলোনা বোর্ডের অনেকেই। স্প্যানিশ কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে কাতালান ক্লাবটিতে। গুঞ্জনের ঢেউয়ে প্রশ্নের মুখেও পড়তে হয় জাভিকে। তিনি জানান, ক্লাবের সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক, কোনও ঝামেলা নেই।
কিন্তু মাঠে যদি ভালো পারফরম্যান্স না আনতে পারেন, তাহলে ঝামেলা আসতে কতক্ষণ? বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে লাস পালমাসের বিপক্ষে ম্যাচটি যেমন। শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচটি ২-১ গোলে জিতেছে যদিও, কিন্তু পারফরম্যান্সের মাপকাঠিতে বার্সেলোনাসুলভ ছিল না একেবারেই। অনেকদিন থেকেই ‘ঘুণে ধরেছে’ বার্সেলোনার খেলায়। সেটি কাটিয়ে কতদূর যেতে পারবে তারা, এই প্রশ্নও জমাট বাঁধছে!
জিতেও স্বস্তিতে নেই
লাস পালমাসের গ্রান কানারিয়ায় আতিথ্য নিয়েছিল বার্সেলোনা। নতুন বছরের প্রথম ম্যাচ। ২০২৩ সাল যাই যাক, নতুন বছরে ভালো শুরুর প্রত্যাশা অবশ্যই ছিল। কিন্তু প্রথম ৪৫ মিনিটের পারফরম্যান্স নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবে কাতালানরা। খেলায় না ছিল ছন্দ, না ছিল আক্রমণে ধার। উল্টো লাস পালমাসই চেপে ধরেছিল।
স্বাগতিকরা গোলও পেয়ে যায়। ১২তম মিনিটে তাদের এগিয়ে নেন বার্সেলোনারই সাবেক ‘গ্র্যাজুয়েট’ মুনির এল হাদাদি। তাতে লা লিগায় ২০২৪ সাল কাতালানদের শুরু হয় গোল হজমে। এরপর চেষ্টা গোল শোধের। কিন্তু লাস পালমাসের হাইলাইন ডিফেন্স ভেদ করা সম্ভব হচ্ছিল না জাভির দলের।
অবশেষে দ্বিতীয়ার্ধে এসে সফল বার্সেলোনা। প্রথমার্ধে যাচ্ছেতাই পারফরম্যান্স থাকলেও দ্বিতীয়ার্ধে অনেকটাই ছন্দে ফেরে তারা। ৫৫ মিনিটে সফরকারীদের সমতায় ফেরে ফেরান তোরেসের গোলে।
খেলা শেষ হতে তখনও বাকি ৩৫ মিনিট। এবার এগিয়ে যাওয়ার খোঁজ বার্সেলোনার। কাতালান ক্লাব জিতেছে, তবে একেবারে শেষ মুহূর্তে। ডেলি সিঙ্কগ্রাভেন নিজেদের সীমানায় ইকেই গুন্ডোয়ানকে ফাউল করলে দেখেন লাল কার্ড, একইসঙ্গে বার্সেলোনা পায় পেনাল্টি। এরপর ইনজুরি টাইমের প্রথম মিনিটে স্পট কিক থেকে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দেন গুন্ডোয়ান।
প্রতিপক্ষের মাঠে গিয়ে জয়, অবশ্যই বড় প্রাপ্তি। কিন্তু জিতেও স্বস্তিতে নেই বার্সেলোনা। প্রথমত, পারফরম্যান্স বার্সেলোনা মানের ছিল না। দ্বিতীয়ত, ইনজুরি।
বার্সেলোনার যে ফুটবল ‘ডিএনএ’, সেখানে মাঝমাঠের গুরুত্ব সবচেয়ে বেশি। লাস পালমাস ম্যাচে এই জায়গাতেই সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে। ফ্রেঙ্কি ডি ইয়ং স্বাচ্ছন্দ্যেই খেলেছেন। তবে সের্হি রবের্তো ও গুন্ডোয়ানকে বেশ ভুগতে হয়েছে। স্বাগতিকদের হাইলাইন ডিফেন্সে বলের জোগান দিতে পারেননি খুব একটা।
এর সঙ্গে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় বার্সেলোনা। ১১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন রাইটব্যাক জোয়াও কানসেলো।